New Short Film: শান্তিলালের বাড়িতে ঢুকলে আর কেউ ফেরে না, কারণটা কী? 'প্রতিবিম্ব'-তে লুকিয়ে আসল রহস্য
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
New Short Film: শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময় বাবু একজন করে ফটোগ্রাফারকে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই ফটোগ্রাফাররা সেখানেও গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি।
কলকাতা: কলকাতার এই ঠিকানা থেকে সবাই সাবধান। “৩২শোভাবাজার স্ট্রীট, কলকাতা -০৪”৷ এই অ্যাড্রেসটির নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে আগেভাগেই সাবধান হয়ে যান এই ঠিকানাটির থেকে। শোনা যায় এই ঠিকানায় শুভময় চক্রবর্তী বলে একজন ভদ্রলোক থাকেন তার স্ত্রী-কে সঙ্গে নিয়ে। বয়স ৬০ এর অধিক। কিন্তু, আসল ঘটনা একটু রহস্যজনক।
শোনা যায়, প্রতি বছর কোনও এক নির্দিষ্ট দিনে শুভময় বাবু একজন করে ফটোগ্রাফারকে নিজের বাড়িতে ডাকতেন কোনও অনুষ্ঠানের কারণে। কিন্তু, সেই ফটোগ্রাফাররা সেখানেও গেলেও তারা আর কোনওদিন সেখান থেকে ফিরে আসেনি। কিছু মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, শুভময় চক্রবর্তী সেই সমস্ত ফটোগ্রাফারদের খুন করে নিজের বাড়িতেই বেসমেন্ট এ সমস্ত লাশ লুকিয়ে রেখেছেন।
advertisement
advertisement
ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ারই কথা। খোদ উত্তর কলকাতার বুকে এই রকম ঘটনা সমস্ত আমজনতাকেই শিহরিত করে তুলেছে। আপনি যদি ফটোগ্রাফার হন, তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এই গল্প নিয়েই একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র আসতে চলেছে। সৌম্য চক্রবর্তীর পরিচালনায়, সন্তোষ কুমার শর্মা প্রযোজিত ছবির নাম প্রতিবিম্ব। যেখানে শুভময় চক্রবর্তীর চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় এবং ফটোগ্রাফার ত্রয়ীর চরিত্রে অভিনয় করেছেন মনীষা তালুকদার।
advertisement
অতিরিক্ত ভালবাসা বা মোহ থেকে কিভাবে জন্ম হয় একজন মানসিক ভাবে বিকৃত খুনীর। এই ছবিতে সেই গল্পই দেখবেন দর্শক। ফটোগ্রাফার এর সাথে সাইকো কিলারের যোগসূত্র ঠিক কি তা জানা যাবে এই ছবিটি দেখলে।
advertisement
“ছবির গল্প ভাল লেগেছে, আশা করি দর্শকরাও উপভোগ করবে। আমরা যে বাড়িতে শুটিং করছিলাম তার পাশের একটি বাড়ি ভাঙ্গা হচ্ছিল, আর আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক ফুটিয়ে তুলছিলাম, যেটা কোনওদিন ভুলব না।” বলেছেন শান্তিলাল মুখোপাধ্যায়।
ছবির টিজার এবং গান ইতিমধ্যেই রিলিজ হয়েছে। দর্শকদের প্রতিক্রিয়া ভালই। ছবির ডিরেক্টর সৌম্য চক্রবর্তী জানালেন, ” আমি বরাবর থ্রিলার সাবজেক্টটা পছন্দ করি। আমি যাই গল্প ভাবী তার মধ্যে একটা ডার্ক থ্রিলার চলে আসে। সেটা একদমই ইচ্ছাকৃত নয়। প্রতিবিম্ব ছবির গল্পটাও সেই ভাবেই তৈরী। আশাকরি দর্শকদের পছন্দ হবে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 1:06 PM IST