Samrat Father Death: দুঃসংবাদ! পিতৃহারা হলেন অভিনেতা সম্রাট, শ্বশুরের মৃত্যুতে শোকে পাথর অভিনেত্রী ময়না

Last Updated:

Samrat Father Death: প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা৷ অকালে বাবাকে হারিয়ে পিতৃহারা সম্রাট৷

পিতৃহারা হলেন অভিনেতা সম্রাট
পিতৃহারা হলেন অভিনেতা সম্রাট
কলকাতা: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ ২০২৪ সালের শুরু থেকেই যেন সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা৷ অকালে বাবাকে হারিয়ে পিতৃহারা সম্রাট৷
শ্বশুরমশাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতার স্ত্রী ময়না মুখোপাধ্যায়৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেত্রী৷ শ্বশুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘এটা কি করলে? তুমি তো আমার শ্বশুর ছিলে না। আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি, সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু, তাহলে কেন এত তাড়া ছিল তোমার? আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালবাসি কিনা, তুমিও কি আর কিছুদিন আমায় ভালবাসতে পারলে না? কে আমার হয়ে লড়বে এবার বলো? জবাব দাও বাবা!! নাতিদের কথা মনে হল না তোমার একবারও? ঠিক আছে ঝগড়া করব না যাও… মায়ের কাছে ভাল থেকো।’
advertisement
advertisement
সম্রাটের বাবার মৃত্যুর খবরে সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার একাংশ তথা অনুরাগীরা৷ বাবাকে হারানোর পর শ্বশুরমশাইকে বাবার জায়গায় বসিয়েছিলেন ময়না৷ সেকথা পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী৷ অকালে বাবাকে হারিয়ে শোকে পাথর সম্রাট ও ময়না৷ পরিবারে মা-বাবা কেউই আর রইল না অভিনেতার৷মায়ের পর বাবাকে চিরকালের মতো হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা সম্রাট৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Samrat Father Death: দুঃসংবাদ! পিতৃহারা হলেন অভিনেতা সম্রাট, শ্বশুরের মৃত্যুতে শোকে পাথর অভিনেত্রী ময়না
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement