Samrat Father Death: দুঃসংবাদ! পিতৃহারা হলেন অভিনেতা সম্রাট, শ্বশুরের মৃত্যুতে শোকে পাথর অভিনেত্রী ময়না
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Samrat Father Death: প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা৷ অকালে বাবাকে হারিয়ে পিতৃহারা সম্রাট৷
কলকাতা: বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ ২০২৪ সালের শুরু থেকেই যেন সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ প্রয়াত হলেন বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়ের বাবা৷ অকালে বাবাকে হারিয়ে পিতৃহারা সম্রাট৷
শ্বশুরমশাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ অভিনেতার স্ত্রী ময়না মুখোপাধ্যায়৷ নিজের সোশ্যাল মিডিয়ায় এদিন মৃত্যুর খবর শেয়ার করেছেন অভিনেত্রী৷ শ্বশুরের সঙ্গে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন- ‘এটা কি করলে? তুমি তো আমার শ্বশুর ছিলে না। আমার বাবাকে ১৩ বছর আগে হারিয়েছি, সেই জায়গাটা তুমি অনেকটা নিয়েছিলে কিন্তু, তাহলে কেন এত তাড়া ছিল তোমার? আর কেউ না জানুক তুমি তো জানতে আমি তোমায় ভালবাসি কিনা, তুমিও কি আর কিছুদিন আমায় ভালবাসতে পারলে না? কে আমার হয়ে লড়বে এবার বলো? জবাব দাও বাবা!! নাতিদের কথা মনে হল না তোমার একবারও? ঠিক আছে ঝগড়া করব না যাও… মায়ের কাছে ভাল থেকো।’
advertisement
advertisement
সম্রাটের বাবার মৃত্যুর খবরে সমবেদনা জানিয়েছেন টলিপাড়ার একাংশ তথা অনুরাগীরা৷ বাবাকে হারানোর পর শ্বশুরমশাইকে বাবার জায়গায় বসিয়েছিলেন ময়না৷ সেকথা পোস্টে নিজেই জানিয়েছেন অভিনেত্রী৷ অকালে বাবাকে হারিয়ে শোকে পাথর সম্রাট ও ময়না৷ পরিবারে মা-বাবা কেউই আর রইল না অভিনেতার৷মায়ের পর বাবাকে চিরকালের মতো হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেতা সম্রাট৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 9:06 AM IST