'সোনার কেল্লা'-র হিন্দি রিমেকে অম্বরীশ ভট্টাচার্য
Last Updated:
'সোনার কেল্লা'-র হিন্দি রিমেকে অম্বরীশ চট্টাচার্য
#কলকাতা: নতুন পথে পাড়ি দিতে চলেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। বাংলা নয়, অম্বরীশকে হাতছানি দিচ্ছে মুম্বই। টলিটাউনে জোড় গুঞ্জন, পরিচালক প্রদীপ সরকারের আগামী ছবিতে অভিনয় করছেন তিনি।
শোনা যাচ্ছে, সন্দীপ রায়ের থেকে 'সোনার কেল্লা'র সত্ত্ব কিনেছেন প্রদীপ সরকার। সত্যজিৎ রায়ের এই কালজয়ী গল্প অবলম্বনে হিন্দিতে ছবি বানাবেন পরিচালক। তবে, গল্পটিকে তিনি নিজের ছাঁচে ফেলবেন। কাজেই, মূল গল্পের থেকে অল্প-বিস্তর পরিবর্তণ আসবে ছবিতে। কথা আছে, সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা মিলবে অম্বরীশের। তবে, ঠিক কেমন চরিত্র, তা খোলসা করেননি অম্বরীশ। সব কিছু ঠিক থাকলে, সামনের বছরই ছবির শুটিং হবে।
advertisement
advertisement
Location :
First Published :
June 22, 2018 11:26 AM IST