Bappi Lahiri : মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কী করেছিলেন বাপ্পি লাহিড়ি? পরিবার এখনও শোকবিধ্বস্ত

Last Updated:

Bappi Lahiri: মঙ্গলবার রাতে প্রয়াত হন শিল্পী। তাঁকে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর বাড়িতে পৌঁছন বলিউডের বহু তারকা।

মৃত্যুর আধ ঘণ্টা আগে কী করেছিলেন বাপ্পি লাহিড়ি? পরিবার এখনও শোকবিধ্বস্ত
মৃত্যুর আধ ঘণ্টা আগে কী করেছিলেন বাপ্পি লাহিড়ি? পরিবার এখনও শোকবিধ্বস্ত
#মুম্বই: কিংবদন্তি শিল্পী বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যুতে গোটা দেশের মানুষ শোকাচ্ছন্ন। মঙ্গলবার রাতে প্রয়াত হন শিল্পী। তাঁকে শ্রদ্ধা জানাতে বুধবার তাঁর বাড়িতে পৌঁছন বলিউডের বহু তারকা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বাপ্পি লাহিড়ি। কিন্তু তবুও মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন না কেউই। আর তাই শিল্পীর পরিবারের সদস্যরা এদিন শোক বিধ্বস্ত ছিলেন।
বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) জামাই গোবিন্দ বনসল সংবাদমাধ্যমকে জানান যে, তিন সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিল্পী। কিন্তু কিছুদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পরে বাড়িতেই ছিলেন তিনি। গোবিন্দ বনসলের কথায়, "সেদিন রাতে ৮.৩০-৯টা নাগাদ ডিনার করেছিলেন তিনি। কিন্তু ডিনার করার আধ ঘণ্টার মধ্যে তাঁর হার্ট অ্য়াটাক হয়। পালস রেট কমতে থাকে। হাসপাতালে নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে। কিন্তু চিকিৎসকরা রাত ১১.৪৪ মিনিটে জানান যে, তিনি আর নেই।"
advertisement
advertisement
বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri) মৃত্যুতে ভেঙে পড়েন তাঁর নাতি স্বস্তিক বনসলও। দাদুর দ্বারাই অনুপ্রাণিত হয়ে বড় হয়েছে স্বস্তিক। মাস কয়েক আগে বাপ্পি লাহিড়ির সঙ্গে বিগবস ১৫-র মঞ্চে উপস্থিত হয়েছিলেন স্বস্তিক। সলমন খানের সামনে নিজের নাতিকে প্রোমোট করেছিলেন বাপ্পি লাহিড়ি। ক্যামেরার সামনে সেই শেষ বার এসেছিলেন বাপ্পি লাহিড়ি।
advertisement
প্রসঙ্গত, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। বাপ্পি লাহিড়ির সৃষ্টি আই অ্যাম এ ডিস্কো ডান্সার গানটি বলিউডের গানের জগতে একটি মাইলস্টোন। গানটি তুমুল হিট করেছিল। আর তার পর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। ১৯৭৩ সালে নানহা শিকারি নামে একটি হিন্দি ছবিতে প্রথম কাজ বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri)। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত 'বাঘি ৩' হল তাঁর শেষ হিন্দি ছবির কাজ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bappi Lahiri : মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও কী করেছিলেন বাপ্পি লাহিড়ি? পরিবার এখনও শোকবিধ্বস্ত
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement