Hiran Death: অকালে চলে গেলেন পরিচালক হিরণ, দরজা ভাঙতেই সব শেষ...! মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন ইন্ডাস্ট্রি
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Hiran Death: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ৷ অকালে চলে গেলেন তরুণ চলচ্চিত্র পরিচালক আবু তাওহীদ হিরণ৷ তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷
ঢাকা: বিনোদন জগতে আবারও দুঃসংবাদ৷ একের পর এক খারাপ খবর ভারাক্রান্ত সকলের মন৷ সাতসকালেই ফের মৃত্যুসংবাদ৷ অকালে চলে গেলেন তরুণ চলচ্চিত্র পরিচালক আবু তাওহীদ হিরণ৷ গতকাল ভোরে রাজধানীর ৩০ নিউ ইস্কাটনের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তরুণ পরিচালক৷
‘আদম’ সিনেমার পরিচালক হিরণকে ঢাকার মগবাজারের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে৷ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্ল্যাটের কেয়ারটেকার গাজী নজরুল এবং হিরণের প্রতিবেশী ইকরাম৷ ঠিক কী হয়েছিল পরিচালকের৷ সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ভোরে নিরাপত্তরক্ষীকে ফোন করে হিরণ জানান, তাঁর স্ট্রোক হয়েছে৷ তারপরই নজরুল ছুটে যান তাঁর ঘরে৷ কিন্তু ঘর বন্ধ থাকায় তিনি ঘরে ঢুকতে পারেন না৷
advertisement
advertisement
অবশেষে প্রতিবেশীদের সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন নজরুল৷ কিন্তু ততক্ষণে সব শেষ৷ মৃত অবস্থায় পাওয়া যায় হিরণকে৷ তরুণ পরিচালকের মৃত্যুর খবর পেয়ে পরিচালক বন্ধন বিশ্বাস, ডিরেক্টরস গিল্ডের নেতা কামরুজ্জামান সাগর-সহ আরও অনেকেই হিরণের বাড়িতে গেছেন।
advertisement
এই মগবাজারের ফ্ল্যাটে একাই থাকতেন হিরণ। পরিচালকের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে৷ উল্লেখ্য, ‘রং রোড’ নামে আরও একটি সিনেমার কাজ শুরু করেছিলেন হিরণ, ছবিটি মুক্তির অপেক্ষায় ছিল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 16, 2024 8:50 AM IST