Bangladeshi Actress Sharmeen Akhee: শব্দ শুনে উপরে গিয়ে দেখেন আঁখির শরীর পুড়ে গিয়েছে! শ্যুটিং সেটেই ছিলেন স্বামী

Last Updated:

Bangladeshi Actress Sharmeen Akhee: আঁখির শ্বাসনালি পুড়ে গিয়েছে, তাই বারবার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে ঘনঘন। ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে তাঁকে। যদিও এখন আর তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না।

শারমিন আঁখি
শারমিন আঁখি
ঢাকা: গত ২৮ জানুয়ারি মিরপুরে শ্যুটিং সেটের মেকআপ রুমে ভয়ানক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন বাংলাদেশের অভিনেত্রী শারমিন আঁখি। সেই থেকে কেটে গেল দেড় সপ্তাহ। এখনও শঙ্কামুক্ত নন অভিনেত্রী। আগের থেকে ৫ শতাংশ ভাল হয়েছেন। কিন্তু বিপদ এখনও কাটেনি। বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে জানালেন তাঁর স্বামী, বাংলাদেশের নাট্যপরিচালক রাহাত কবির।
হঠাৎই নায়িকার মেকআপ রুমে ভয়ানক বিস্ফোরণ হয়। মেকআপ রুম ছিল দোতলায়। এক তলায় ছিলেন স্বামী। বিস্ফোরণের শব্দ শুনে ছুটে উপরে গিয়ে তিনি দেখেন, স্ত্রীর হাত, পা, মুখ পুড়ে ঝলসে যাচ্ছে। সেই বিস্ফোরণে আঁখির হাত, পা, চুলসহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। অগ্নিদগ্ধ নায়িকার শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে তাঁর।
advertisement
advertisement
advertisement
হাসপাতালের এক আধিকারিক ঘটনার তিন দিন বাদে জানিয়েছিলেন, অভিনেত্রীর অবস্থার পরিবর্তন হয়নি। এখন জানা যাচ্ছে, ঘটনার ৯ দিন বাদেও একই রকম রয়েছেন আঁখি। তাঁর শ্বাসনালি পুড়ে গিয়েছে, তাই বারবার শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে ঘনঘন। ঘুমের ওষুধ খাইয়ে রাখা হচ্ছে তাঁকে। যদিও এখন আর তাঁকে অক্সিজেন দিতে হচ্ছে না।
advertisement
আঁখির স্বামী সকলকে তাঁর জন্য প্রার্থনা করতে অনুরোধ করেন। তাঁর কথায়, ‘‘ঝুঁকি এখনো রয়েছে। পরিস্থিতি ভালো না হলে আঁখিকে আরও দুই-চার দিন আইসিইউতে থাকতে হবে। কারণ, এ ধরনের পোড়া রোগীদের নিয়ে ঝুঁকি সব সময়ই থাকে।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bangladeshi Actress Sharmeen Akhee: শব্দ শুনে উপরে গিয়ে দেখেন আঁখির শরীর পুড়ে গিয়েছে! শ্যুটিং সেটেই ছিলেন স্বামী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement