Shakib Khan: ভয়ঙ্কর রক্তারক্তি কাণ্ড! গুরুতর আহত শাকিব খান, আচমকা হলটা কী অভিনেতার? উদ্বিগ্ন ভক্তরা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shakib Khan: বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ গুরুতর আহত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান৷ আচমকা কী হল অভিনেতার?
মুম্বই: বিনোদন জগতের সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ গুরুতর আহত বাংলাদেশের সুপারস্টার শাকিব খান৷ আচমকা কী হল অভিনেতার? শাকিবের শারীরিক অবস্থার খবর শোনা মাত্রই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা৷
বাংলাদেশের প্রথমসারির সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ে শ্যুটিং করছিলেন অভিনেতা৷ আচমকা সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে৷ গুরুতর আহত হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা৷ কপালে মারাত্মক চোট পেয়েছে৷ কেটে গিয়েছে ভ্রু-র বেশ কিছুটা অংশ৷
advertisement
advertisement
আরও জানা গেছে, মুম্বইয়ের ইলোরা স্টুডিওতে ‘বরবাদ’ ছবির শ্যুটিং করছিলেন অভিনেতা শাকিব খান৷ সেখানেই চোট পান অভিনেতা৷ ছবির পরিচালক মেহেদী হাসান জানান, একটি দৃশ্যে বাংলাদেশি সুপারস্টারকে দরজা খুলে বেরিয়ে আসতে হত,সেই দৃশ্য করার সময়েই দুর্ঘটনাটি ঘটে৷ দরজা খুলতে গিয়েই আচমকা হয়ে বিপত্তি৷
advertisement
শাকিব খানের কপালে মারাত্মক চোট লাগে৷ তার জেরেই ভ্রু-র কিছুটা অংশ কেটে যায়৷ এবং অঝোরে রক্ত বেরোতে থাকে৷ তারপরই তড়িঘড়ি ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়৷ এবং সঙ্গে সঙ্গেই অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চলে প্রাথমিক চিকিৎসা৷ তবে চিকিৎসক জানান, আপাতত ভয়ের তেমন কোনও কারণ নেই৷ কিছু ওষুধ খেতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 09, 2024 8:55 PM IST