Bangla Cinema: প্রকাশ্যে মা কালির টিজার! চমকে দিলেন রাইমা, দেশভাগের যন্ত্রণার আখ্যান ছবির ছত্রে ছত্রে
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রকাশ্যে এল ‘মা কালি’-ছবির টিজার। বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়কে নিয়েই তৈরি এই ছবি। কার্তিকেয় ২ মেকার্স পিপল মিডিয়া ফ্যাক্টরি নির্মিত এই ছবির মুখ্য ভূমিকায় দেখা অভিনেত্রী রাইমা সেন এবং অভিষেক সিংকে। সদ্য প্রকাশিত টিজারে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এই ছবিকে ঘিরে।
প্রকাশ্যে এল ‘মা কালি’-ছবির টিজার। বাংলার ইতিহাসের এক কালো অধ্যায়কে নিয়েই তৈরি এই ছবি। কার্তিকেয় ২ মেকার্স পিপল মিডিয়া ফ্যাক্টরি নির্মিত এই ছবির মুখ্য ভূমিকায় দেখা অভিনেত্রী রাইমা সেন এবং অভিষেক সিংকে। সদ্য প্রকাশিত টিজারে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এই ছবিকে ঘিরে।
টিজারে পাওয়া যাচ্ছে ছবির গল্পের কিছু ঝলক। দেশভাগের সময় মানুষের কষ্ট, যন্ত্রণা, অত্যাচারের কথা তুলে ধরবে এই ছবি। ব্রিটিশদের বাংলা ভাগের পরিণাম যে কী ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কীভাবে তা মানুষের জীবন ছবির ছত্রে ছত্রে বোনা হয়েছে সেই যন্ত্রণার আখ্যান।
advertisement
advertisement
ছবির গল্প আবর্তিত হয়েছে স্বাধীনতার সময়কালকে জুড়েই। উঠে এসেছে দেশভাগের গল্প। সেসময় গণহত্যার নৃশংসতা এবং কীভাবে ভারত ভাগের আগুন বাংলা থেকে সমগ্র দেশে ছড়িয়ে পড়েছিল তা দেখানো হবে পর্দায়। একটি পরিবারকে কেন্দ্র করেই বলা হলে সেকালের সাধারণ মানুষের যন্ত্রণার কথা। বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও মুক্তি পাবে এই ছবি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2024 6:15 PM IST