Manoj Mitra in Banchharamer Bagan: বাঞ্ছারামের বাগানের আজ মন খারাপ! গাছগাছালির মাঝে ঘুরপাক খায় মনোজ মিত্রর স্মৃতি
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Suman Saha
Last Updated:
Manoj Mitra in Banchharamer Bagan: বারুইপুরের সেই বাগানে এখনও বেঁচে বাঞ্ছারামের স্মৃতি
সুমন সাহা, বারুইপুর: ১৯৮০ সালে মুক্তি পেয়েছিল কালজয়ী বাংলা ছবি ‘বাঞ্ছারামের বাগান’। সদ্য প্রয়াত নাট্যকার-অভিনেতা মনোজ মিত্রের নাটক ‘সাজানো বাগান’ অবলম্বনেই ছবিটি বানিয়েছিলেন পরিচালক তপন সিংহ। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন মনোজ মিত্রই। বৃদ্ধ বাঞ্ছারামের ভূমিকায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সর্বত্র। ছবির আউটডোর অংশের শ্যুটিং হয়েছিল বারুইপুরের একটি বাগানে। সিনেমা মুক্তির পর থেকেই সেই বাগান বিখ্যাত হয়ে ওঠে ‘বাঞ্ছারামের বাগান’ নামেই। সাড়ে চার দশক পরও বাঞ্ছারামের স্মৃতি বয়ে একইরকম রয়েছে বারুইপুরের শিখরবালি ১ পঞ্চায়েত এলাকায় চক্রবর্তী পরিবারের সেই আমবাগান। বছর চারেক আগেও একবার এই বাগানে ঘুরে যান মনোজ মিত্র।
চক্রবর্তী পরিবারের এক আত্মীয়ের যোগাযোগ ছিল সিনেমাজগতে। সেই সূত্রে পরিচালক তপন সিংহকে চিনতেন তিনি। সিনেমার জন্য যখন বাগান খুঁজছেন পরিচালক, তখন সেই আত্মীয়ই তপনবাবুকে বারুইপুরে ওই বাগানে শুটিংয়ের প্রস্তাব দেন। সরেজমিনে দেখতে আসেন তপনবাবু। বাগান পছন্দ হয় তাঁর। এরপরেই শুরু হয় শুটিং। চক্রবর্তী বাড়ির বর্তমান কর্তা দীপক চক্রবর্তী শুটিংয়ের সময় ছিলেন কিশোর।
advertisement
আরও পড়ুন : সাজানো বাগান বা আদর্শ হিন্দু হোটেলের রান্নাঘরই নয়, তাঁর যত্নে লালিত বাঙালির মনন ও যাপন
তিনি জানান, টানা প্রায় এক মাস শুটিং চলেছিল এখানে। শুটিং চলাকালীন বারুইপুরেই একটি বাড়িতে থাকতেন মনোজবাবু-সহ অন্য কলাকুশলী। দীপকবাবু জানান, বর্তমানে ওই বাগানে মাঝেমধ্যে সিনেমার শ্যুটিং হয়। শীতকালে বনভোজনেও আসেন কেউ কেউ। কিন্তু এত বছরেও কয়েক বিঘা জুড়ে বিস্তৃত ওই বাগানের তেমন পরিবর্তন হতে দেননি তাঁরা। একইরকম আছে প্রাচীন আমগাছগুলি। বাগানের গাছ-গাছালি, পাখি, প্রাণিজগতের সুরক্ষার দিকে আলাদা করে নজর রাখা হয় বলেই জানান তিনি।
advertisement
advertisement
কয়েকবছর আগে একটি ফটোশ্যুটের জন্য আবার ওই বাগানে এসেছিলেন মনোজ মিত্র। দীপকবাবুর ছেলে চক্রবর্তী বাড়ির নবীন সদস্য দ্বৈপায়ন চক্রবর্তী জানান, বাগানে এসে অতীতের স্মৃতিতে ডুব দেন তিনি। বাগানটি একই রকম আছে দেখে খুব খুশি হয়েছিলেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2024 4:26 PM IST