Badla Movie Review: গল্পকে ছাপিয়ে গিয়ে ছবি উতরে দিলেন অমিতাভ-তাপসী !

Last Updated:
#কলকাতা: আসলে পরিচালক সুজয় ঘোষ একই ছবির মধ্যে অন্ততপক্ষে ২টো গল্প বলে চলেন৷ একটি গল্প চলে ছবির চিত্রনাট্যের সঙ্গে তাল মিলিয়ে, আর আরেকটি গল্প, ছবির চিত্রনাট্য থেকে গল্পের রসদ নিয়ে দর্শকের মস্তিষ্কে অন্য গল্প তৈরি করে ৷ সুজয় ঘোষের পরিচালনার এটা নিয়মত প্যাটার্ন বললে ভুল বলা হয় না ৷ ঠিক যেমনটি ‘কাহানি’, ‘কাহানি ২’, ছোট্ট ছবি ‘অহল্যা’, এমনকী, সুজয়ের প্রযোজনায় ‘তিন’ ছবিতেও এই ধরণের উপাদান রয়েছে ৷

বদলা

4/5
undefined undefined ৮|হিন্দি|থ্রিলার
Starring:অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, টনি লুকDirector:সুজয় ঘোষMusic:
Watch Trailer
সুজয় ঘোষ পরিচালিত নতুন ছবি ‘বদলা’ দেখতে বসেও সেই একই সমীকরণ মাথায় চলে আসে৷ আর এই সমীকরণই হয়ে ওঠে ছবির আসল মোচড় ৷ বলা ভালো, কখনও চিত্রনাট্যের সঙ্গে, তো কখনও চিত্রনাট্যের বাইরে তাল মিলিয়ে রহস্যের সমাধান করার মজাই আড়াই ঘণ্টা ধরে বসিয়ে রাখে ৷ আর এর উপরি পাওনা অমিতাভ বচ্চন ও তাপসী পান্নু জুটির দুর্দান্ত অভিনয়৷
advertisement
advertisement
জনপ্রিয় স্প্যানিশ ছবি ‘দ্য ইনভিসিবল গেস্ট’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে ‘বদলা’ ৷ নেটফ্লিক্সের সৌজন্যে এই স্প্যানিশ ছবিটি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন এবং জনপ্রিয়ও বটে ৷ সুজয় ঘোষ কিন্তু তাই এই ছবিকে একেবারে অন্ধের মতো অনুকরণ করেছেন ৷ তবে ছবির মধ্যে ভরেছেন বলিউডি টাচ ! কিন্তু সুজয় এটি করতে গিয়ে একেবারেই ছবির মুডকে বদলে দেননি ৷ বরং নিজের মতো করে গল্পের মধ্যে এনেছেন মহাভারতের রেফারেন্স ৷ আর এখানেই বাজিমাত করেছেন সুজয় !
advertisement
ছবির গল্প দাঁড়িয়ে দুই চরিত্রের ওপর ৷ অমিতাভ ও তাপসী পান্নু ৷ একটি খুন, খুনের রহস্যের সমাধান ৷ আর এই দুই চরিত্রে অবস্থান ৷ আর বাদ বাকিটা কখনও ফ্ল্যাশব্যাক, কখনও ফ্ল্যাশ ফরোয়ার্ড ৷
তবে এত কিছুর মধ্যেও সুজয়ের এই ‘বদলা’ একেবারেই অমিতাভ ও তাপসী পান্নুর ছবি৷ ‘পিঙ্ক’ ছবির পর আবার এক ধামাকাদার পারফরম্যান্স দিলেন বিগ বি ও তাপসী ৷ যা কিনা মুগ্ধ হয়ে দেখতে হয় ৷ বলা ভালো গল্প, চিত্রনাট্য সবার ওপরে গিয়ে অভিনয় করেছেন এ দু’জনে ৷ দক্ষিণ নায়ক টনি লুকও বেশ নজর কাড়েন ৷ সিনেম্যাটোগ্রাফার অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরা ছবির রোমাঞ্চকে শক্তপোক্ত ভাবে ধরে রাখে ৷ ছবিতে কোনও গান নেই ৷ তবে গল্পের সঙ্গে তাল মিলিয়ে আবহ সঙ্গীত বেশ জমাটি ৷
advertisement
সব মিলিয়ে ‘বদলা’ ছবি সুজয়ের তৈরি আরেকটি ভালো থ্রিলার ৷ সঙ্গে উপরি পাওনা অমিতাভ ও তাপসী !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Badla Movie Review: গল্পকে ছাপিয়ে গিয়ে ছবি উতরে দিলেন অমিতাভ-তাপসী !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement