শ্রদ্ধা কাপুরকে বিয়ে করতে চলেছেন বাহুবলি প্রভাস !
Last Updated:
এতদিন গুঞ্জন ছিল প্রভাসের বিয়ে ৷ আর সেই গুঞ্জনে এসেছিল নার্গাজুনের মেয়ে ও অনুষ্কা শেট্টির কথাও ৷
#মুম্বই: এতদিন গুঞ্জন ছিল প্রভাসের বিয়ে ৷ আর সেই গুঞ্জনে এসেছিল নার্গাজুনের মেয়ে ও অনুষ্কা শেট্টির কথাও ৷ আর এবার যবে থেকে বাহুবলি প্রভাসের ‘শাহো’ ছবি সাইন করেছেন শ্রদ্ধা কাপুর ৷ তবে থেকেই ধীরে ধীরে দানা বাঁধছে আর কাউকেই নাকি নয়, শ্রদ্ধা কাপুরকে বিয়ে করতে চলেছেন প্রভাস ! আবার সেই গুঞ্জনেই এবার বারুদ দিলেন খোদ শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুর ৷ তবে সোজাসুজি নয়, হালকা করে ইশারা দিলেন শ্রদ্ধা কাপুরের বিয়ে নিয়ে ৷
advertisement
এক ফিল্মি অনুষ্ঠানে শক্তি কাপুর জানালেন, শ্রদ্ধা আপাতত কেরিয়ার নিয়েই বেশি ভাবছে ৷ তবে বাবা হিসেবে মেয়ের বিয়ে নিয়ে একটু উৎসাহ তো থাকবেই৷ তবে আমি জীবনসঙ্গী বেছে নেওয়ার ব্যাপারে শ্রদ্ধাকে পুরো স্বাধীনতা দিয়েছি ৷ শ্রদ্ধা নিজের পছন্দের পুরুষকেই বেছে নেবে ৷
advertisement
প্রভাসের সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয় ‘শাহো’র শ্যুটিং ফ্লোর থেকেই ৷ তবে এই বিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি শ্রদ্ধা বা প্রভাস কেউ-ই ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 16, 2018 11:03 AM IST