সোনমের বরকে নিয়ে ‘আপসেট’ রণবীর, কিন্তু কেন ?

Last Updated:
#মুম্বই: এই তো সেদিন দিল্লির ব্যবসায়ী তথা দীর্ঘ দিনের বন্ধু আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন সোনম কাপুর ৷ কিন্তু সোনমের মাসতুতো ভাই রণবীর সিং নাকি বিয়ের দিন সোনমের বরকে নিয়ে প্রচন্ড ‘আপসেট’ ছিলেন ৷
৭ মে সোনমের ‘মেহেন্দি’ থেকে ‘সঙ্গীত’-এর এলাহি অনুষ্ঠান দেখেছে গোটা বলিউড ৷ পরিবারের লোকজনেরা হাজির ছিলেন সেই অনুষ্ঠানে ৷ মাসতুতো দাদা হওয়া সত্বেও সেই সব অনুষ্ঠানে দেখা যায়নি রণবীর সিংকে ৷
তবে ৮মে সোনম-আনন্দের বিয়েতে যোগ দিয়েছিলেন তিনি ৷ শুধু হাজির থাকাই নয় ৷ রিসেপশনের অনুষ্ঠানটিতে চল্লিশটি চাঁদের আলো জ্বালিয়ে দিয়েছিলেন রণবীর একাই ৷ ভগ্নিপতী আনন্দকে কোলে তুলে রণবীরের নাচ তো মুহূর্তে নেটে ভাইরাল হয়ে গিয়েছিল ৷ তবুও তাঁকে নিয়ে অখুশি ছিলেন রণবীর ৷
advertisement
advertisement
সোশাল মিডিয়ায় পোস্ট করা সোনমের স্বামী আনন্দের একটি বার্তায় ফ্যানদের মধ্যে জল্পনা আপরও বেড়েছে। আলোচনা শুরু হয়েছে আনন্দ-রণবীরের মধ্যে সব ঠিকঠাক আছে তো?
ঘটনাটা ঠিক কী? আনন্দ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, বিয়েতে আনন্দের পরা জুতো একেবারেই নাপসন্দ ছিল রণবীরের। আনন্দ লেখেন, 'রনবীর সিংহ আমার জুতো নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না। নেহাত আমার বিয়ে, তাই সেদিন আমায় ছাড় দেন।' বন্ধগলার সঙ্গে স্নিকার্স পরায় আনন্দ ট্রোলড হয়েছিলেন সোশ্যাল মিডিয়াতেও ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের বরকে নিয়ে ‘আপসেট’ রণবীর, কিন্তু কেন ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement