Prabhas-Anushka-Kriti: প্রভাসকে প্রতারণা অনুষ্কার? 'বাহুবলী' জুটির বিচ্ছেদের কারণ কৃতী নাকি অন্য নায়ক!

Last Updated:

Prabhas-Anushka-Kriti: এবার যেন উলটপুরাণ! শোনা যাচ্ছে, প্রভাসের জন্য নয়, অনুষ্কার অন্য একটি সম্পর্কের কারণেই প্রেমে ভাঙন। প্রভাস নাকি প্রতারণার শিকার হয়েছেন।

প্রভাস-অনুষ্কা এবং কৃতী
প্রভাস-অনুষ্কা এবং কৃতী
মুম্বই: প্রভাস এবং অনুষ্কা শেট্টির প্রেম, বিয়ের পাকা কথা, ইত্যাদি বিভিন্ন জল্পনায় বারবার উত্তাল হয়েছে দক্ষিণের ইন্ডাস্ট্রি। যদিও তারকারা কেউ এই বিষয়ে মুখ খোলেননি কখনও। কিন্তু এবার শোনা যাচ্ছে, আর এক নায়িকার জন্য সম্পর্কে ভাঙন ধরতে চলেছে তাঁদের। অন্যদিকে অনেক আগে থেকেই প্রভাসের সঙ্গে বলি নায়িকা কৃতী স্যাননের ঘনিষ্ঠতা বেড়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে কি অনুষ্কা-প্রভাসের মাঝে এসে পড়লেন পর্দার ‘মিমি’।
২০০৯ সালে ‘বিল্লা’র সেটে প্রথমবার দুই তারকার আলাপ হয়। সেই থেকেই বন্ধুত্ব। তার পর এসএস রাজামৌলির ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’, ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এ অনুষ্কার সঙ্গে প্রভাসের জুটি খুবই প্রশংসিত হয়। এছাড়াও ‘মিরচি’ ছবিতে কাজ করেছেন একসঙ্গে। দক্ষিণের অন্যতম সফল জুটি ছিলেন তাঁরা। একের পর এক সুপারহিট দিয়েছেন ইন্ডাস্ট্রিকে।
advertisement
advertisement
এবার শোনা যাচ্ছে, প্রেম ভেঙেছে প্রভাস-অনুষ্কার। যদিও বন্ধুত্ব বজায় রাখতেই চান তাঁরা। কিন্তু এবার যেন উলটপুরাণ! শোনা যাচ্ছে, প্রভাসের জন্য নয়, অনুষ্কার অন্য একটি সম্পর্কের কারণেই প্রেমে ভাঙন। প্রভাসের সঙ্গে সম্পর্কে থাকাকালীন দক্ষিণী ইন্ডাস্ট্রির কোনও এক সিনিয়র অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রভাস নাকি প্রতারণার শিকার হয়েছেন।
advertisement
কিছু দিন আগে প্রভাসের টিমের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, 'আদিপুরুষ' ছবির নায়ক-নায়িকা প্রভাস এবং কৃতীর সম্পর্কে যা রটানো হচ্ছে, তা সত্যি নয়। স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক উমের সন্ধুর ট্যুইট করে দাবি করেছিলেন, মলদ্বীপে নাকি প্রভাস-কৃতী বাগদান সারবেন। তার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের কথাবার্তা শুরু হয়। কিন্তু সেসব মিথ্যে বলে দাবি প্রভাসের টিমের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Prabhas-Anushka-Kriti: প্রভাসকে প্রতারণা অনুষ্কার? 'বাহুবলী' জুটির বিচ্ছেদের কারণ কৃতী নাকি অন্য নায়ক!
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement