• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • চারদিনেই বাহুবলির ঝুলিতে ৬০০ কোটি !

চারদিনেই বাহুবলির ঝুলিতে ৬০০ কোটি !

 সলমন, শাহরুখ, আমিরকে সোজা চ্যালেঞ্জ ৷ বলিউডের তাবড় ফিল্মমেকারদের হতবাক করে গোটা বিশ্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে

সলমন, শাহরুখ, আমিরকে সোজা চ্যালেঞ্জ ৷ বলিউডের তাবড় ফিল্মমেকারদের হতবাক করে গোটা বিশ্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে

সলমন, শাহরুখ, আমিরকে সোজা চ্যালেঞ্জ ৷ বলিউডের তাবড় ফিল্মমেকারদের হতবাক করে গোটা বিশ্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে

 • Share this:

  #মুম্বই: সলমন, শাহরুখ, আমিরকে সোজা চ্যালেঞ্জ ৷ বলিউডের তাবড় ফিল্মমেকারদের হতবাক করে গোটা বিশ্বে দারুণ গতিতে এগিয়ে চলেছে বাহুবলি ২ ৷ মুক্তির পর মাত্র চারদিনেই বাহুবলি ঝুলিতে ভরে ফেলেছে ৬০০ কোটি টাকা !

  দুবছরেরও বেশি সময় ধরে একটাই প্রশ্নের উত্তর খুঁজছে দেশ ৷ অবশেষে সেই প্রশ্নের উত্তর মেলার মাহেন্দ্রক্ষণ ৷ একইসঙ্গে জানা যাবে মাহেশমতি সাম্রাজ্যের ভূত-ভবিষ্যত ৷

  দেশজোড়া মানুষের অপেক্ষার অবসান ৷ শুক্রবার মুক্তি পেয়েছে পরিচালক এস রাজা মৌলির ম্যাগনাম ওপাস বাহুবলি ২ ৷ সিনেমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, সমস্ত রেকর্ড ভেঙে নয়া নজির তৈরির পথে এগোচ্ছে বাহুবলি ২ ৷ এই প্রথম কোনও ভারতীয় ছবি যা মুক্তি পেয়েছে দেশের ৯ হাজারটি স্ক্রিনে ৷ তবে শুধু দেশেই নয়, দুবাই, আমেরিকাতেও বাহুবলি ২ নিয়ে উত্তেজনা তুঙ্গে ৷ ইতিমধ্যেই দুবাই সেন্সর বোর্ডে উচ্চ প্রশংসা পেয়েছ বাহুবলি ২ !

  দঙ্গলকে পিছনে ফেলে এগিয়ে গেল বাহুবলি ৷ অগ্রিম বুকিংয়ে ‘দঙ্গল’-কে ছাপিয়ে রেকর্ড গড়ল বাহুবলি ২ ৷ শুধু ‘বুক মাই শো’ সাইট থেকে অগ্রিম বিক্রি হয়েছে ১০ লক্ষ টিকিট ৷

  এত বড় বাজটের ছবি এর আগে দেখেনি ভারতীয় সিনেমা ৷ বাহুবলির প্রথম পর্ব তৈরিতে খরচ হয়েছিল ১৮০ কোটি টাকা ৷ কিন্তু ছবির রোজগার প্রায় সাড়ে তিন গুণ ৷ এখনও পর্যন্ত বাহুবলি ১-এর কালেকশন ৬৫০ কোটি টাকা ৷ এবারের খরচ ছাপিয়ে গিয়েছে ২৫০ কোটি ৷ মুক্তির আগেই বাহুবলি-২ এর উন্মাদনা দেখে বিজনেস অ্যানালিস্টদের ধারণা, প্রথম সপ্তাহেই উঠে আসবে বাহুবলি-২ বানানোর খরচ ৷

  সকাল থেকে দেশের যে সমস্ত ক্রিনে বাহুবলি ২ মুক্তি পেয়েছে, তার সবকটিই হাউসফুল ৷ বেশিরভাগ জায়গায় অ্যাডভান্স বুকিংয়েই প্রথম সপ্তাহের টিকিট শেষ ৷

  অনেক আগেই কলকাতাতে শুরু হয়ে গিয়েছিল এই ছবির অ্যাডভ্যান্স বুকিং ৷ তবে দেশের অন্যান্য শহরে এর আগে থেকেই অগ্রিম বুকিংয়ের জন্য লম্বা লাইন ৷ দক্ষিণ ভারতে স্বাভাবিকভাবেই বাহুবলি নিয়ে তুমুল ঝড় উঠেছে ৷ প্রত্যেক সিনেমা হলের সামনেই লম্বা লাইন ৷ রিপোর্ট অনুযায়ী হায়দরাবাদে বুকিংয়ের লাইন ৩ কিমি ছাড়িয়ে যায় ৷

  First published: