Home /News /entertainment /
বাহুবলিতে অভিনয় করার সময় টাকাই ছিল না প্রভাসের !

বাহুবলিতে অভিনয় করার সময় টাকাই ছিল না প্রভাসের !

সব রেকর্ড ভেঙে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এস রাজা মৌলির বাহুবলি ২ ৷

 • Last Updated :
 • Share this:

  #চেন্নাই: সব রেকর্ড ভেঙে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এস রাজা মৌলির বাহুবলি ২ ৷ ইতিমধ্যেই ৫৪০ কোটি টাকা ঝুলিতে ভরে ফেলেছে বাহুবলি ৷ কিন্তু জানেন কি? এই ছবির শ্যুটিংয়ের সময় বাহুবলি ওরফে প্রভাসের কাছে কোনও পয়সাই ছিল না !

  গপ্পোটা হল, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাহুবলির পরিচালক রাজা মৌলি জানিয়েছেন, ‘বাহুবলির জন্য গোটা ৫ বছর অন্যকোনও সিনেমায় সাইন করেননি প্রভাস ৷ কারণ, পুরো মনটাই প্রভাসের ছিল বাহুবলি ছবির ওপর ৷ আমি প্রভাসের এই ডেডিকেশনটাকে সম্মান করি ৷’

  রাজা মৌলি জানান, ‘আমাকে একবার প্রভাস ফোন করেছিল ৷ প্রভাস বলেছিল, তার কাছে কোনও টাকা পয়সা নেই ৷ অনেক প্রযোজককেই ফিরিয়ে দিয়েছে প্রভাস ৷ এমনকী, ১০ কোটি টাকার এক বিজ্ঞাপনকেও না করে দিয়েছিল প্রভাস ৷ প্রভাস বলেছিল , আমি কাউকে মনে দুঃখ দিতে চাই না ৷ যেহেতু আমি বাহুবলিতে মন দিয়েছি, সেহেতু অন্য কাজ মন দিয়ে করতে পারব না ৷ এই কারণেই অন্য কাজ করতে চাননি প্রভাস ৷ প্রভাসের এই ব্যাপারটা আমার সত্যিই ভালো লেগেছিল ৷ আমি ওকে বলেছিলাম, বাহুবলি শেষ হতে দাও ৷ তোমার সব দুঃখ পূরণ হয়ে যাবে !’

  First published:

  Tags: Bollywood, Prabhash, SS Rajamouli