বাহুবলিতে অভিনয় করার সময় টাকাই ছিল না প্রভাসের !

Last Updated:

সব রেকর্ড ভেঙে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এস রাজা মৌলির বাহুবলি ২ ৷

#চেন্নাই: সব রেকর্ড ভেঙে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে এস রাজা মৌলির বাহুবলি ২ ৷ ইতিমধ্যেই ৫৪০ কোটি টাকা ঝুলিতে ভরে ফেলেছে বাহুবলি ৷ কিন্তু জানেন কি? এই ছবির শ্যুটিংয়ের সময় বাহুবলি ওরফে প্রভাসের কাছে কোনও পয়সাই ছিল না !
গপ্পোটা হল, সম্প্রতি এক সাক্ষাৎকারে বাহুবলির পরিচালক রাজা মৌলি জানিয়েছেন, ‘বাহুবলির জন্য গোটা ৫ বছর অন্যকোনও সিনেমায় সাইন করেননি প্রভাস ৷ কারণ, পুরো মনটাই প্রভাসের ছিল বাহুবলি ছবির ওপর ৷ আমি প্রভাসের এই ডেডিকেশনটাকে সম্মান করি ৷’
রাজা মৌলি জানান, ‘আমাকে একবার প্রভাস ফোন করেছিল ৷ প্রভাস বলেছিল, তার কাছে কোনও টাকা পয়সা নেই ৷ অনেক প্রযোজককেই ফিরিয়ে দিয়েছে প্রভাস ৷ এমনকী, ১০ কোটি টাকার এক বিজ্ঞাপনকেও না করে দিয়েছিল প্রভাস ৷ প্রভাস বলেছিল , আমি কাউকে মনে দুঃখ দিতে চাই না ৷ যেহেতু আমি বাহুবলিতে মন দিয়েছি, সেহেতু অন্য কাজ মন দিয়ে করতে পারব না ৷ এই কারণেই অন্য কাজ করতে চাননি প্রভাস ৷ প্রভাসের এই ব্যাপারটা আমার সত্যিই ভালো লেগেছিল ৷ আমি ওকে বলেছিলাম, বাহুবলি শেষ হতে দাও ৷ তোমার সব দুঃখ পূরণ হয়ে যাবে !’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
বাহুবলিতে অভিনয় করার সময় টাকাই ছিল না প্রভাসের !
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement