#মুম্বই: সদ্য মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের বই 'The 7 Sins of Being a Mother'। বইতে মাতৃত্বের যাত্রার পাশাপাশি তাহিরা সবিস্তারে তুলে ধরেছেন তাঁর আর আয়ুষ্মানের যৌনজীবনের খুটিনাটি। একটি সাক্ষাৎকারে অবশ্য আয়ুষ্মান জানিয়েছেন, তিনি বইটা পড়েননি। তাঁর ভাষায়, '' আই অ্যাম আ প্রাইভেট পার্সন। একজন পাঠকের জন্য বইটা বিনোদনদায়ক হবে হয়তো, কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। একই সঙ্গে 'অন্ধধুন' তারকা জানান, '' তাহিরা আর পাঁচটা মানুষের থেকে আলাদা। নিজের যা ইচ্ছে হবে, ও তা-ই করবে। আমি এর মধ্যে নেই।''
মুম্বই সংবাদমাধ্যমের খবর, বইয়ের প্রথম পরিচ্ছেদে তাহিরা কাশ্যপ লিখেছেন, আয়ুষ্মান নাকি তাঁর বুকের দুধ খেতেন! তাহিরার কথায়, '' আমি সদ্যোজাত কন্যার জন্য বুকের দুধ পাম্প করে রেখেছিলাম। হঠাৎ দেখি, বোতলটা ফাঁকা! আমি তো অবাক! দুধ গেল কোথায়? দেখি কীনা, আয়ুষ্মান বেডরুমে শুয়ে প্রোটিন শেক খাচ্ছে! আমি ওকে বললাম, পাম্প করা দুধ পাচ্ছি না! ও আমার কথা শুনে শুধু মুখ টা মুছে বলল, 'দুধটা একদম সঠিক তাপমাত্রায় ছিল, প্রোটিন শেক-এর সঙ্গে দারুণ মিশেছিল!' আসল ঘটনাটা বুঝতে আমার আর দেরী হল না! আমার রিঅ্যাকশন ছিল 'ইয়াক'! ''
বইতে তাহিরা জানিয়েছেন, সন্তানের জন্মের পরে এক ব্যর্থ মধুচন্দ্রিমা সেরে আসার পথে নাকি ‘মাইল হাই ক্লাব’-এও নাম লিখিয়েছেন দু’জনে! উড়ানের মাঝে বিমানেই যাঁরা যৌনমিলনে মাতেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ayushmann Khurrana