Atul Parchure Passes Away: প্রয়াত 'দ্য কপিল শর্মা শো' খ‍্যাত অভিনেতা অতুল পরচুরে! ৫৭-তেই থামল ক‍্যানসারের সঙ্গে লড়াই

Last Updated:

Atul Parchure Passes Away: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে। 'দ্য কপিল শর্মা শো' খ‍্যাত অভিনেতা বিগত বেশ কয়েকবছর ধরে ক‍্যানসারে ভুগছিলেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া বলিউডে।

প্রয়াত 'দ্য কপিল শর্মা শো' খ‍্যাত অভিনেতা অতুল পরচুরে! ৫৭-তেই থামল ক‍্যানসারের সঙ্গে লড়াই
প্রয়াত 'দ্য কপিল শর্মা শো' খ‍্যাত অভিনেতা অতুল পরচুরে! ৫৭-তেই থামল ক‍্যানসারের সঙ্গে লড়াই
মুম্বই: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে। ‘দ্য কপিল শর্মা শো’ খ‍্যাত অভিনেতা বিগত বেশ কয়েকবছর ধরে ক‍্যানসারে ভুগছিলেন। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত‍্যুতে শোকের ছায়া বলিউডে।
১৪ অক্টোবর সোমবার প্রয়াত হয়েছেন অভিনেতা। অতুল তাঁর অভিনয় দক্ষতার জন‍্য প্রসিদ্ধ ছিলেন। কমেডির পাশাপাশি তিনি অন‍্য ধরণের চরিত্রেও দক্ষতার সঙ্গে তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। তবে, তাঁর খ‍্যাতি কয়েকগুণ বৃদ্ধি পায় দেশের অন‍্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর জন‍্য।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বছর একটি ইউটিউব চ‍্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে নিজের অসুস্থতার কথা প্রথম সামনে আনেন অতুল পরচুরে। দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ‍্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ওই সাক্ষাত্‍কারেই তিনি জানিয়েছিলেন, গত বছর তাঁর লিভারে ৫ সেন্টিমিটার টিউমার ধরা পড়ে এবং এবং চিকিত্‍সকরা জানান সেটি ক‍্যানসার। শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজে ফিরতে পারছিলেন না বলে দু:শ্চিন্তায় ভুগছিলেন বলেও সেই সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন অভিনেতা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Atul Parchure Passes Away: প্রয়াত 'দ্য কপিল শর্মা শো' খ‍্যাত অভিনেতা অতুল পরচুরে! ৫৭-তেই থামল ক‍্যানসারের সঙ্গে লড়াই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement