Atul Parchure Passes Away: প্রয়াত 'দ্য কপিল শর্মা শো' খ্যাত অভিনেতা অতুল পরচুরে! ৫৭-তেই থামল ক্যানসারের সঙ্গে লড়াই
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Atul Parchure Passes Away: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে। 'দ্য কপিল শর্মা শো' খ্যাত অভিনেতা বিগত বেশ কয়েকবছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
মুম্বই: প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেতা অতুল পরচুরে। ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত অভিনেতা বিগত বেশ কয়েকবছর ধরে ক্যানসারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি একাধিক হিন্দি এবং মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
১৪ অক্টোবর সোমবার প্রয়াত হয়েছেন অভিনেতা। অতুল তাঁর অভিনয় দক্ষতার জন্য প্রসিদ্ধ ছিলেন। কমেডির পাশাপাশি তিনি অন্য ধরণের চরিত্রেও দক্ষতার সঙ্গে তাঁর প্রতিভার ছাপ রেখেছেন। তবে, তাঁর খ্যাতি কয়েকগুণ বৃদ্ধি পায় দেশের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘দ্য কপিল শর্মা শো’-এর জন্য।
আরও পড়ুন: ডিপ ফ্রিজে জমে বরফের পাহাড়! বারবার কেন হয় এই সমস্যা? ৫ মিনিটে গলবে কীভাবে? জেনে নিন সহজ টোটকা
advertisement
advertisement
প্রসঙ্গত, গত বছর একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে নিজের অসুস্থতার কথা প্রথম সামনে আনেন অতুল পরচুরে। দেশের সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, ওই সাক্ষাত্কারেই তিনি জানিয়েছিলেন, গত বছর তাঁর লিভারে ৫ সেন্টিমিটার টিউমার ধরা পড়ে এবং এবং চিকিত্সকরা জানান সেটি ক্যানসার। শারীরিক অসুস্থতার কারণে তিনি কাজে ফিরতে পারছিলেন না বলে দু:শ্চিন্তায় ভুগছিলেন বলেও সেই সাক্ষাত্কারে জানিয়েছিলেন অভিনেতা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 14, 2024 8:57 PM IST