জোড়া প্রাপ্তি! ৮৭তম জন্মদিনে কেক কেটে সেলিব্রেশন, দিদি লতা মঙ্গেশকরের আশীর্বাদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
কিংবদন্তি শিল্পীর জন্মদিনে সারা দেশজুড়ে শুভেচ্ছার বন্যা
#মুম্বই: শুধুই বলিউডই নয় সারা দেশকে নিয়ে সুমিষ্ট কন্ঠে মাতিয়ে রেখেছেন দশকের পর দশক ৷ মঙ্গলবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর তাঁর ৮৭ তম জন্মদিন ৷ আশা ভোঁসলে মাত্র ১০ বছর বয়সে গান গাইতে শুরু করেছিলেন ৷ তাঁর সন্তানের সঙ্গে মাঝরাতে জন্মদিন পালন করেছিলেন তিনি ৷ এই বিশেষ মুহূর্তে দিদি লতা মঙ্গেশকর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁকে আশীর্বাদ জানিয়েছেন ৷ ট্যুইটে লতা লিখেছেন 'নমস্কার আজ আমার ছোটবোন আশা ভোঁসলের শুভ জন্মদিন ৷ আশা সত্যিকারেই একজন বড় মাপের গায়িকা ৷ জগৎ সংসারে সবাই তাঁকে ভালবাসেন ৷ আশীর্বাদ করছি এইবাবে তাঁর জীবন গানে গানে কাটুক আমার অনেক আশীর্বাদ রইল ৷' এই ট্যুইটের সঙ্গে একটি সাদা কালো ছবি শেয়ার করেছেন তিনি ৷
Namaskar. Aaj meri choti behen @ashabhosle ka janamdin hai.Asha apne aap mein ek bahut badi gayika hai.uska naam saari duniyaa jaanti hain. Main usko aashirwad deti hun ki wo aisehi gaati rahe aur hamesha khush rahe. pic.twitter.com/0qjCUwzEwX
— Lata Mangeshkar (@mangeshkarlata) September 8, 2020
advertisement
advertisement
ছেলে আনন্দ ভোঁসলে ও বউমা অনুজা, নাতনি জনাই, নাতি সঞ্জয়ের সঙ্গে আনন্দ করছেন সেই ছবিই প্রকাশ্যে এসেছে ৷

আজকের দিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর, ১৯৩৩ সালে জন্মেছিলেন আশা ভোঁসলে ৷ প্রথম ১৯৪৮ সালে হিন্দি ছবি চুনারিয়া দিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন ৷ তারপর থেকে একের পর এক সুপারহিট গানে মন মাতিয়েছেন সব ধরনের দর্শকদের ৷ ২০০০ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েচিলেন তিনি ৷২০১১ সালে সব থেকে বেশি গান রেকর্ড করার জন্য অনন্য সম্মান হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তাঁর ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2020 9:45 PM IST