Aryan Khan Girlfriend: শাহরুখের বড় ছেলে আরিয়ানের ঘুম কেড়েছেন এই মেয়ে! কে এই ল্যারিসা বোনেসি জানেন?
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Aryan Khan Girlfriend: আসলে একসঙ্গে দেখা গিয়েছিল ল্যারিসা এবং আরিয়ানকে। তারপর থেকেই শুরু হয় জল্পনা।
মুম্বই: আপাতত শাহরুখ-পুত্র আরিয়ানের প্রেমের গুঞ্জনে উত্তাল বি-টাউন। আসলে বলি-পাড়ার আনাচকানাচে এখন জোর চর্চা ব্রাজিলের অভিনেত্রী এবং মডেল ল্যারিসা বোনেসির প্রেমে পড়েছেন বলিউড বাদশার পুত্র। কিন্তু কেন এই জল্পনা?
আসলে একসঙ্গে দেখা গিয়েছিল ল্যারিসা এবং আরিয়ানকে। তারপর থেকেই শুরু হয় জল্পনা। এরপর দেখা যায়, ইনস্টাগ্রামে একে অপরকে ফলো-ও করেন তাঁরা। ফলে দুইয়ে দুইয়ে চার করতে আর বেশি সময় লাগেনি ভক্তদের। যদিও এই বিষয়ে আরিয়ান অথবা ল্যারিসার থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, গরমের দাবদাহ থেকে মুক্তি দিতে ধেয়ে আসছে দমকা হাওয়া! বৃষ্টি নামবে এই জেলাগুলিতে
আর এই সমস্ত জল্পনা চলাকালীন সম্প্রতি মুম্বইয়ে দেখা গেল ল্যারিসাকে। একটি পার্টিতে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী। বৃহস্পতিবার জনপ্রিয় পাপারাৎজি হ্যান্ডেল ইনস্ট্যান্ট বলিউড-এর তরফে একটি ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, যেখানে পার্টির আয়োজন করা হয়েছে, সেদিকেই হেঁটে এসে ঢুকছেন ল্যারিসা।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বাংলা-প্রেমী গোবিন্দা! পশ্চিমবঙ্গেই রয়েছে ‘হিরো নম্বর ওয়ানের’ নিজের আলিশান বাড়ি! কোথায় জানেন?
মডেল তথা অভিনেত্রীর পরনে সাদা টপ এবং বাদামী রঙা লেদার স্কার্ট। আর পায়ে গলিয়ে নিয়েছেন হিল। গোটা ভিডিও জুড়ে হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করলেও বেশ হাসিমুখে ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। অনুষ্ঠানস্থলে প্রবেশ করার আগে পাপারাৎজিদের দিকে ফিরে ফ্লাইং কিস ছুড়ে দেন বিদেশি অভিনেত্রী। স্বাভাবিক ভাবেই সেই মুহূর্তের ভিডিও নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
কিন্তু কে এই ল্যারিসা বোনেসি?
১৯৯০ সালে ২৮ মার্চ ব্রাজিলে জন্ম ল্যারিসার। বেশ কিছু হিন্দি এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি। অক্ষয় কুমার এবং জন আব্রাহামের ‘দেশি বয়েজ’-এর ‘সুবহ হোনে না দে’ গানে মিলেছিল ল্যারিসার ঝলক। আবার সইফ আলি খানের ‘গো গোয়া গন’-এ ছোট্ট চরিত্রে নজর কেড়েছিলেন তিনি। আবার তেলুগু ইন্ডাস্ট্রিতে সাই ধরম তেজের ‘থিক্কা’-য় অভিনয় করেছিলেন ল্যারিসা। অ্যাকশন কমেডি এই ছবির নায়িকা ছিলেন তিনি। আবার মডেল হিসেবেও বেশ জনপ্রিয় ব্রাজিলিয়ান এই কন্যে। ওলে, ল্যানকাম এবং লিভাইস-সহ একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 05, 2024 6:23 PM IST