কঠিন সময় সলিল চৌধুরীর গানই মনোবল। ভারত বাংলাদেশের ১২ জন শিল্পীর সৃষ্টি এবার অনলাইনে।

Last Updated:

একমাত্র মানসিক জোরই আমাদের সম্বল এই অসম্ভব আতঙ্কের আবহে। যদিও সে ভয় আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি। প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাতে প্রতিদিন।

#কলকাতা: একমাত্র মানসিক জোরই আমাদের সম্বল এই অসম্ভব আতঙ্কের আবহে। যদিও সে ভয় আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠছি। প্রচুর সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন করোনাতে প্রতিদিন। কিন্তু তার মধ্যেও আবার স্বাভাবিক ছন্দে ফেরার একটা চেষ্টা চালাচ্ছি আমরা। লকডাউন থেকে আনলকের দিকে ধাপে ধাপে এগিয়ে চলেছি। সাবধানতা অবলম্বন করে স্বাভাবিক হয়ে ওঠার জন্য...
এরই মাঝে সলিল চৌধিরীর গানের থেকেই অণুপ্রেরণা নিচ্ছেন বেশ কিছু শিল্পী। সেই গানই এই কঠিন সময় শ্রোতাদের উপহারে বদ্ধ পরিকর ভারত বাংলাদেশের বেশ কিছু শিল্পী। সলিল চৌধুরীর 'ও আলোর পথ যাত্রী' গানটি আবারও কঠিন সময়  মনোবল বাড়ানোর কাজ করবে। শিল্পী রকেট মন্ডলের সলিল চৌধুরীর সঙ্গে কাজ করার সুবাদে তিনি নিজেই দুই দেশের ১২ জন শিল্পীকে একত্রিত করে অনলাইনেই এই গানটি নিয়ে এসেছেন । "সলিলদার গণ সঙ্গীত সবসময়ই অনুপ্রেরণা জোগায়। এই গানটি তেমনই একটি গান।আমি যখন সব সহশিল্পীদের এই প্রজেক্টের কথা জানাই তাঁরা এক কথায় রাজি হয়ে যায়। করোনা পরবর্তী পরিস্থিতিতে মানুষের জীবনে আমূল বদল আসতে চলেছে। কত মানুষ রোজগারের পথ হারিয়েছেন। কত মানুষ আগামী দিনেও হয়ত সমস্যাতে পড়বেন তখন এই গানই হয়তো মানসিক ভাবে ভেঙে পড়া মানুষগুলোকে সাহস জোগাবে।" জানান শিল্পী রকেট মন্ডল।
advertisement
প্রসঙ্গত এই গানটি 'ঘুম ভাঙার গান' অ্যালবামে মুক্তি পায় প্রথম। স্বাধীন পরবর্তী ভারতে দেশের মানুষের কাছে অনুপ্রেরণার গান ছিল এটি। তারপরে এতো বছর বাদেও সেই গানই আবার অনুপ্রেরণা হয়ে রয়েছে বহু মানুষের কাছেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
কঠিন সময় সলিল চৌধুরীর গানই মনোবল। ভারত বাংলাদেশের ১২ জন শিল্পীর সৃষ্টি এবার অনলাইনে।
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement