Viral Video: কৃতিকাকে জড়িয়ে ধরে সটান চুমু রণবীরের, 'বিগ বস ওটিটি ৩'-র ভিডিও ভাইরাল, কী প্রতিক্রিয়া স্বামী আরমানের?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Riya Das
Last Updated:
Viral Video: ওই ভিডিও-য় দেখা যাচ্ছে যে, ‘বিগ বস ওটিটি ৩ ফিনালে’-তে যখন কৃতিকার এলিমিনেশনের কথা অনিল কাপুর ঘোষণা করেন, তখন কাউচ থেকে উঠে দাঁড়ান কৃতিকা মালিক।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বিগ বস ওটিটি ৩-এর একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, আরমান মালিকের দ্বিতীয় স্ত্রী কৃতিকা মালিককে জড়িয়ে ধরে চুম্বন করছেন রণবীর শোরে। যা সকলের নজর কেড়ে নিয়েছে। অবশেষে প্রকাশ্যে এসে স্বয়ং আরমান মালিকের প্রতিক্রিয়াও।
নিজের সাম্প্রতিক ইউটিউব ভ্লগে আরমান বলেন, “প্রথম কথা হল, আপনাদের চিন্তাধারা এবং চোখ একেবারেই ভুল। ওই মানুষটার বয়স ৫২ বছর। সকলকে শ্রদ্ধা করেন। এমনকী কৃতিকা আর আমাকে নিজের সন্তানের মতো দেখেছেন। কৃতিকা যখন ঘরে ফিরছিল, তখন তিনি দ্রুত উঠে এসে কৃতিকাকে আলিঙ্গন করেন। আর আপনারা তো দেখেছেনই যে, বলিউডে এত বড় বড় সুপারস্টার রয়েছেন, তাঁরা আলিঙ্গন করলে সাধারণত পাশ থেকেই সেটা করেন – এটা কিন্তু খুবই সাধারণ একটা বিষয়।”
advertisement
ওই ভিডিও-য় দেখা যাচ্ছে যে, ‘বিগ বস ওটিটি ৩ ফিনালে’-তে যখন কৃতিকার এলিমিনেশনের কথা অনিল কাপুর ঘোষণা করেন, তখন কাউচ থেকে উঠে দাঁড়ান কৃতিকা মালিক।
advertisement
Yeah seen kon kon dekha jaldi bathao last tak dekhna 😂 Armanmalik Ranvir shorey ko thappad nahi maregha 😂😂#KritikaMalik #BiggBiossOTT3 #MunawarFaruqui𓃵 #MKJW𓃵 pic.twitter.com/d2Xdk14ssP
— Zeeshan Raza Khan ❤👑😎 (@MdZeeshankhan) August 5, 2024
advertisement
ওই শোয়ের আর এক প্রতিযোগী রণবীর শোরেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে কৃতিকা বলেন, “অল দ্য বেস্ট রণবীরজি।” তিনিও উঠে এসে কৃতিকাকে আলিঙ্গন করেন এবং তাঁর গালে চুম্বনও করেন। এরপরেই সেই ভিডিও-র পরেই দেখা যায় কৃতিকার স্বামী আরমানের প্রতিক্রিয়া। সেই ভিডিওই আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
advertisement
আর তা ভাইরাল হতেই বিষয়টিকে তির্যক ভাবেই দেখছেন নেটিজেনরা। কারণ ‘বিগ বস ওটিটি ৩’-র এক পর্বে কৃতিকার দিকে ‘কুনজর’ দেওয়ায় আর এক প্রতিযোগী বিশাল পাণ্ডেকে সপাটে চড় কষিয়েছিলেন আরমান। আসলে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে উপস্থিত হয়েছিলেন আরমানের প্রথম স্ত্রী পায়েল মালিক। তিনি দাবি করেন যে, কৃতিকাকে পছন্দ করার কথা বিশাল স্বীকার করে নিয়েছিলেন। সেই সঙ্গে তিনি এর জন্য অপরাধবোধে ভুগছেন বলেও জানিয়েছিলেন বিশাল। তবে তিনি দাবি করেছিলেন যে, তাঁর বক্তব্যগুলোকে ভুল ভাবে ধরা হয়েছে। এরপর বিশালকে তিরস্কার করতে যান আরমান। সপাটে চড় বসিয়ে দেন বিশালের গালে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2024 5:43 PM IST










