ভুয়ো প্রেসক্রিপশন! মাদক কান্ডে অর্জুন রামপালকে গ্রেফতার করতে পারে NCB
- Published by:Simli Dasgupta
- news18 bangla
Last Updated:
তাঁর থেকে পাওয়া প্রেসক্রিপশনটি সন্দেহজনক মনে হয় আধিকারিকদের৷ প্রেসক্রিপশন অনুযায়ী তিনি মানসিক রোগের শিকার৷
#মুম্বই: মাদককাণ্ডে গ্রেফতার করা হতে পারে বলিউড তারকা অর্জুন রামপালকে৷ এনসিবি সূত্রের খবর, তাঁকে জেরা করার সময় তিনি একটি ডাক্তারের প্রেসক্রিপশন জমা করেন৷ সেটি মিথ্যে প্রমাণিত হলে তাঁকে গ্রেফতার করা হবে৷
সোমবার সকালে তিনি এনসিবির অফিসে হাজিরা দেন৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ তাঁর থেকে পাওয়া প্রেসক্রিপশনটি সন্দেহজনক মনে হয় আধিকারিকদের৷ প্রেসক্রিপশন অনুযায়ী তিনি মানসিক রোগের শিকার৷ সে বিষয়ে তদন্ত করা হবে৷ সন্দেহ করা হচ্ছে, এক বন্ধুর মাধ্যমে দিল্লির এক চিকিৎসকের কাছ থেকে তিনি এই প্রেসক্রিপশনের ব্যবস্থা করেছেন যা মিথ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে৷
advertisement
অভিনেতার বাড়িতে তল্লাশি চলাকালীন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ওই ওষুধগুলি৷ সেই ওষুধগুলিকে বৈধ বলে দাবি করে ওই প্রেসক্রিপশন জমা দেন অভিনেতা৷ তিনি জানান, তিনি কোনও ভাবেই মাদককাণ্ডের সঙ্গে যুক্ত নন৷ এরপরেই এনসিবির কর্মকর্তারা অর্জুনের বাড়ি থেকে ল্যাপটপ, মোবাইল ফোন এবং ট্যাবের মতো গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন। উল্লেখ্য, এর আগে ১৩ নভেম্বর এনসিবি এই মাদককাণ্ডে অর্জুন রামপালকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল।
advertisement
advertisement
মাদককান্ডে গত কয়েকমাস ধরেই এনসিবি’র কড়া নজরদারিতে রয়েছেন এই বলিউড অভিনেতা ও তাঁর পরিবার। অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেফতার হন অর্জুনের বান্ধবী এবং লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেস। সূত্রের খবর, গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওস ডেমেট্রিয়াডেসের সঙ্গে একাধিক মাদক পাচারকারীর যোগাযোগের সন্ধান পেয়েছে এনসিবি। তার কাছে থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল অ্যালপারাজোলাম ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 21, 2020 11:22 PM IST