ফের অরিন্দমের ব্যোমকেশ, এবার ‘অমৃতের মৃত্যু’ !
Last Updated:
‘হর হর ব্যোমকেশ’-এর পর অরিন্দম শীল ফের তৈরি নতুন ব্যোমকেশ ছবি নিয়ে ৷ এবার ‘অমৃতের মৃত্যু’কে ছবির পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক অরিন্দম শীল ৷ ব্যোমকেশ হবে আবির চট্টোপাধ্যায়ই, থাকবেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে ৷
#কলকাতা: ‘হর হর ব্যোমকেশ’-এর পর অরিন্দম শীল ফের তৈরি নতুন ব্যোমকেশ ছবি নিয়ে ৷ এবার ‘অমৃতের মৃত্যু’কে ছবির পর্দায় নিয়ে আসতে চলেছেন পরিচালক অরিন্দম শীল ৷ ব্যোমকেশ হবে আবির চট্টোপাধ্যায়ই, থাকবেন ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারও ৷ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক সেনকে ৷
অরিন্দম শীলের কথায়, ‘জুন মাসেই শ্যুটিং শুরু করার ইচ্ছে রয়েছে ৷ অমৃতের মৃত্যু গল্পটি নিয়ে এবার ব্যোমকেশ তৈরি করছি ৷ ছবিটির পুরো শ্যুটিং হবে ডুয়ার্সে, গল্পেও তাই রয়েছে ৷ ছবিতে একটি ট্রেন বিস্ফোরণের দৃশ্য থাকবে, থাকবে রাতের জঙ্গলও ৷ এই সব নিয়ে খুব এক্সাইটেড ৷’ অন্যদিকে ছবির ব্যোমকেশ আবির চট্টোপাধ্যায় জানান, ‘হর হর ব্যোমকেশ, ব্যোমকেশকে অন্য ক্যানভাস দিয়েছে ৷ অমৃতের মৃত্যু বেশ সিনেম্যাটিক ৷ গোটা টিম এখন চিত্রনাট্যের কাজ নিয়ে ব্যস্ত ৷ ’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2016 8:24 PM IST