Tollywood: 'অদম্য'-র হাত ধরে নয়া ভূমিকায় অপর্ণা সেন, পরিচালক রঞ্জনের সঙ্গে জুটি অভিনেত্রীর

Last Updated:

Tollywood: ২৩ বছরের পলাশ, যে ছিল কিনা শিকারি, হঠাৎ নিজেই হয়ে ওঠে শিকার। রাষ্ট্রব্যবস্থার হাত থেকে পালিয়ে বেড়ায় সে। 

News18
News18
কলকাতা: সুন্দরবনের গভীর অরণ্যে বেঁচে থাকার লড়াই যেন নিত্যসঙ্গী৷ দিনের আলো যেমন দ্রুত শেষ হয়ে যায়,ঠিক তেমনই গাঢ় অন্ধকার নেমে আসে মানুষের জীবনে৷ সুন্দরবনের পটভূমিতে এক রাজনৈতিক হত্যাকাণ্ডের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে বড়পর্দায় আসছে পরিচালক রঞ্জন ঘোষের পঞ্চম ছবি ‘অদম্য’। যে ছবিতে প্রথম নিবেদকের ভূমিকায় থাকছেন স্বনামধন্য পরিচালক অপর্ণা সেন। একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ভুল পথে গড়িয়ে যায়। ২৩ বছরের পলাশ, যে ছিল কিনা শিকারি, হঠাৎ নিজেই হয়ে ওঠে শিকার। রাষ্ট্রব্যবস্থার হাত থেকে পালিয়ে বেড়ায় সে।
সুন্দরবনকে পটভূমি করে, যেখানে বহুদিন ধরেই মানুষ, প্রকৃতি ও রাষ্ট্রের মধ্যে সংঘাত চলে আসছে, গল্প এগিয়ে চলে। ‘অদম্য’ এই যুবকের, বা এই যুবকদের চরিত্র-অন্বেষণ।ছবি দেখতে দেখতে আমরা নিজেদের প্রশ্ন করি, ছেলেটি চরমপন্থী নিশ্চয়ই, কিন্তু সে কি দুর্বৃত্ত? নাকি বিপ্লবী? রাতের কালো অন্ধকার দ্রুত এগিয়ে আসে, তবু আন্দোলনের স্পর্ধা ভাঙে না। নতুন ভোরে আবারও ভেরি বাজিয়ে নিজের উপস্থিতির জানান দেয় নতুন লড়াই।
advertisement
আরও পড়ুন-কাঁপবে দুনিয়া…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে, শুক্র-সূর্যের রাজকীয় সংযোগে ‘জ্যাকপট’, ৫ রাশি হবে ‘রাজা’, বিপুল টাকার ফোয়ারা, কেরিয়ারে দ্বিগুণ লাভ
এই প্রথম অপর্ণা সেন কোনও ছবি নিবেদন করছেন। অদম্য দেখবার পর তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। যখন তাঁকে জিজ্ঞেস করি ছবিটা তিনি প্রেজেন্ট করবেন কিনা, তিনি সাগ্রহে রাজি হন। ছবির উপস্থাপনা তাঁকে নাড়িয়ে দিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ৪ দিন পর শুক্রের ভয়ঙ্কর চালে কাঁপবে দুনিয়া, ৬ রাশির চরম বিপদ, আর্থিক ক্ষতি, যেতে পারে চাকরি
যখন আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমাদের ক্রমাগত ঠকিয়ে চলে, যখন কষ্টার্জিত গণতন্ত্রগুলোকে কৌশলে বদলে ফেলা হয় নির্বাচিত স্বৈরতন্ত্রে, যখন গরিব আরও গরিব হয়, ধনীরা আরও ধনী, যখন আদিবাসীদের বিস্তীর্ণ জমি আর ঘন জঙ্গল মন্ত্রীদের ঘনিষ্ট পুঁজিবাদী বন্ধুদের হাতে তুলে দেওয়া হয় নির্লজ্জভাবে, যখন ন্যায়ের খোঁজে সাধারণ মানুষের পক্ষে আইনি পথের আর সামর্থ্য থাকে না, তখনই উঠে আসে একদল তরুণ, যারা দারিদ্র, জাতপাত, সাম্প্রদায়িকতা, দুর্নীতি, ধর্মান্ধতা এবং শোষণের শৃঙ্খল থেকে মুক্তি খুঁজতে চায়। তারা নিজেরাই নিজেদের হাতে সমাজের পচন পরিষ্কার করতে নেমে পড়ে। রাষ্ট্র তাদের জন্য তকমা প্রস্তুতই রেখেছে – ‘ওরা চরমপন্থী!’ কিন্তু ওরা চরমপন্থী নাকি বিপ্লবী, ওরা দেশদ্রোহী নাকি দেশপ্রেমিক — সেই সিদ্ধান্ত নেওয়ার দায় একমাত্র আমাদের, জনগণের।
advertisement
আরিয়ুন বলেন,’অদম্য’ নিয়ে বলবার জন্য শব্দ আমার কাছে একেবারেই নেই। কারণ কোনও শব্দই এই ছবি নিয়ে আমার আবেগ ও ভালবাসাকে ব্যক্ত করতে পারবে না। এই ছবিতে আমার ঘাম, চোট, যন্ত্রণা ও রক্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। ‘অদম্য’-র প্রতিটা অংশের ভিতরে ঢুকে আছি আমি। আর শুধু আমি নই, আমার বন্ধুদের – অর্ক, আর্য, শৌর্য, শুভম ও পুষ্পকদা – প্রত্যেকের পরিশ্রমের ফল এই ছবি। এরকম একটা মুখ্য চরিত্রে ডেবিউ করা সবার ভাগ্যে হয় না। আমি পেয়েছি। সারাজীবন এই চরিত্রটা আমার সঙ্গে থেকে যাবে, মস্তিষ্কে ও মননে। রঞ্জনদা তাঁর পঞ্চম ছবিতে আমার ওপর যে ভরসা রেখেছেন সেটাই আমাকে শক্তি দেয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tollywood: 'অদম্য'-র হাত ধরে নয়া ভূমিকায় অপর্ণা সেন, পরিচালক রঞ্জনের সঙ্গে জুটি অভিনেত্রীর
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement