#মুম্বই: বর ফিরছেন ! এতদিন বিরহের পর ফের বরকে কাছে পাওয়া ৷ উত্তেজনা যে চরমে থাকবে, তা তো নতুন কিছু নয় ৷ তাই কোনও দিকে না দেখে তবরকে সামনে পেয়ে একেবারে বরের ওপর ঝাঁপিয়ে পরলেন অনুষ্কা ৷
গপ্পোটা হল, কলকাতায় পিঙ্ক টেষ্ট নিয়ে বেশ ব্যস্ত ছিলেন বিরাট ৷ তার আগেও নানা খেলায় নিয়ে বউ অনুষ্কাকে সময়ই দিতে পারছিলেন না বিরাট ৷ অন্যদিকে অনুষ্কাও নিজের ছবি, প্রোমোশন নিয়ে ব্যস্ত থাকায় একসঙ্গে সময়ই কাটাতে পারছিলেন অনুষ্কা ও বিরাট ৷ অবশেষে বরের ঘরে ফেরা ৷
আর তাই তো উৎসাহকে চেপে রাখতে পারলেন না অনুষ্কা ৷ বিমানবন্দরে বিরাট নামতেই সোজা জড়িয়ে ধরলেন অনুষ্কা ৷ তারপর গাড়ির মধ্যে শুরু করলেন প্রেমপর্ব ! সেই ছবিই সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল ৷