Anushka sharma in Orange Monokini: গেরুয়া মোনোকিনিতে মোহময়ী অনুষ্কা শর্মা, বিরাট ঘরণীর বোল্ড লুক ভাইরাল

Last Updated:

Anushka sharma in Orange Monokini: মা হওয়ার পর আর এতটা বোল্ড লুকে দেখা যায়নি অনুষ্কাকে।

বিকিনি বা মোনোকিনিতে তাঁকে আগেও বহুবার দেখা গিয়েছে। তবে ভামিকার মা হওয়ার পর তাঁকে আর তেমন বোল্ড লুকে দেখা যায় না।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আপাতত ছুটিতে। কোনও এক বিচে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। আর সেখানে গেরুয়া মোনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন অনুষ্কা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আপাতত ছুটিতে। কোনও এক বিচে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। আর সেখানে গেরুয়া মোনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন অনুষ্কা।
মাথার উপর নীল আকাশ, পিছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। আর এসবের মাঝে গেরুয়া মোনোকিনিতে দাঁড়িয়ে অনুষ্কা। মাথায় তাঁর সুন্দর একখানা টুপি। মাথার উপর নীল আকাশ, পিছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। আর এসবের মাঝে গেরুয়া মোনোকিনিতে দাঁড়িয়ে অনুষ্কা। মাথায় তাঁর সুন্দর একখানা টুপি।
advertisement
advertisement
প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। এবার তিনি বাংলার পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায়। ছবির নাম চাকদহ্ এক্সপ্রেস। প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। এবার তিনি বাংলার পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায়। ছবির নাম চাকদহ্ এক্সপ্রেস।
advertisement
দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে বাইরে তিনি। তবে তাঁর মতো অভিনেত্রী লম্বা বিরতির পরও ফিরে এসে বক্সঅফিস মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে বাইরে তিনি। তবে তাঁর মতো অভিনেত্রী লম্বা বিরতির পরও ফিরে এসে বক্সঅফিস মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং অনেকটাই এগিয়েছে। এই সিনেমার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে নেমে অনুষ্কাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ ক্রিকেটের অ আ ক খ সম্পর্কে তিনি ততটা ওয়াকিবহাল নন। চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং অনেকটাই এগিয়েছে। এই সিনেমার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে নেমে অনুষ্কাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ ক্রিকেটের অ আ ক খ সম্পর্কে তিনি ততটা ওয়াকিবহাল নন।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka sharma in Orange Monokini: গেরুয়া মোনোকিনিতে মোহময়ী অনুষ্কা শর্মা, বিরাট ঘরণীর বোল্ড লুক ভাইরাল
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement