বিকিনি বা মোনোকিনিতে তাঁকে আগেও বহুবার দেখা গিয়েছে। তবে ভামিকার মা হওয়ার পর তাঁকে আর তেমন বোল্ড লুকে দেখা যায় না।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আপাতত ছুটিতে। কোনও এক বিচে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। আর সেখানে গেরুয়া মোনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন অনুষ্কা।
মাথার উপর নীল আকাশ, পিছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। আর এসবের মাঝে গেরুয়া মোনোকিনিতে দাঁড়িয়ে অনুষ্কা। মাথায় তাঁর সুন্দর একখানা টুপি।
প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। এবার তিনি বাংলার পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায়। ছবির নাম চাকদহ্ এক্সপ্রেস।
দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে বাইরে তিনি। তবে তাঁর মতো অভিনেত্রী লম্বা বিরতির পরও ফিরে এসে বক্সঅফিস মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং অনেকটাই এগিয়েছে। এই সিনেমার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে নেমে অনুষ্কাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ ক্রিকেটের অ আ ক খ সম্পর্কে তিনি ততটা ওয়াকিবহাল নন।
Published by:Suman Majumder
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।