Anushka sharma in Orange Monokini: গেরুয়া মোনোকিনিতে মোহময়ী অনুষ্কা শর্মা, বিরাট ঘরণীর বোল্ড লুক ভাইরাল

Last Updated:

Anushka sharma in Orange Monokini: মা হওয়ার পর আর এতটা বোল্ড লুকে দেখা যায়নি অনুষ্কাকে।

বিকিনি বা মোনোকিনিতে তাঁকে আগেও বহুবার দেখা গিয়েছে। তবে ভামিকার মা হওয়ার পর তাঁকে আর তেমন বোল্ড লুকে দেখা যায় না।
বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আপাতত ছুটিতে। কোনও এক বিচে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। আর সেখানে গেরুয়া মোনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন অনুষ্কা। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা আপাতত ছুটিতে। কোনও এক বিচে একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। আর সেখানে গেরুয়া মোনোকিনিতে মুগ্ধতা ছড়ালেন অনুষ্কা।
মাথার উপর নীল আকাশ, পিছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। আর এসবের মাঝে গেরুয়া মোনোকিনিতে দাঁড়িয়ে অনুষ্কা। মাথায় তাঁর সুন্দর একখানা টুপি। মাথার উপর নীল আকাশ, পিছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি। আর এসবের মাঝে গেরুয়া মোনোকিনিতে দাঁড়িয়ে অনুষ্কা। মাথায় তাঁর সুন্দর একখানা টুপি।
advertisement
advertisement
প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। এবার তিনি বাংলার পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায়। ছবির নাম চাকদহ্ এক্সপ্রেস। প্রায় ৫ বছরের দীর্ঘ বিরতির পর আবার বড় পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা। এবার তিনি বাংলার পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায়। ছবির নাম চাকদহ্ এক্সপ্রেস।
advertisement
দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে বাইরে তিনি। তবে তাঁর মতো অভিনেত্রী লম্বা বিরতির পরও ফিরে এসে বক্সঅফিস মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। দীর্ঘদিন ফিল্মি দুনিয়া থেকে বাইরে তিনি। তবে তাঁর মতো অভিনেত্রী লম্বা বিরতির পরও ফিরে এসে বক্সঅফিস মাতিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং অনেকটাই এগিয়েছে। এই সিনেমার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে নেমে অনুষ্কাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ ক্রিকেটের অ আ ক খ সম্পর্কে তিনি ততটা ওয়াকিবহাল নন। চাকদহ্ এক্সপ্রেস-এর শুটিং অনেকটাই এগিয়েছে। এই সিনেমার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করতে নেমে অনুষ্কাকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। কারণ ক্রিকেটের অ আ ক খ সম্পর্কে তিনি ততটা ওয়াকিবহাল নন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anushka sharma in Orange Monokini: গেরুয়া মোনোকিনিতে মোহময়ী অনুষ্কা শর্মা, বিরাট ঘরণীর বোল্ড লুক ভাইরাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement