Home /News /entertainment /
ভারত-শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারিতে অনুষ্কা শর্মা, একটি কথাও বললেন না রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে

ভারত-শ্রীলঙ্কা ম্যাচে গ্যালারিতে অনুষ্কা শর্মা, একটি কথাও বললেন না রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে

প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সর্বস্তরে

 • Share this:

  #লিডর্স: ভারত ও শ্রীলঙ্কার মধ্যে গতকালের ম্যাচ দেখতে লিডর্সে দর্শকের আসনে ছিলেন অনুষ্কা শর্মা ও ঋতিকা শর্মা (রোহিত শর্মার স্ত্রী) ৷ এই ম্যাচেই রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ৷ প্রথম ব্যাটসম্যান হিসাবে একই বিশ্বকাপে ৫টি শতরানে অনন্য নজির গড়েছেন ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মা ৷ গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন তিনি ৷

  anushka

  খেলা যখন চলছিল তখন তো মাঠে ছিল টানটান উত্তেজনা তেমনই গ্যালারিতেও বিরাট ও রোহিতের বউয়ের মধ্যে চলছিল ঠান্ডা লড়াই ! শোনা যাচ্ছিল অনুষ্কা ও ঋত্বিকা নাকি খেলা দেখার সময়ে একে অপরের সঙ্গে কথাই বলেননি ৷

  ritika

  সলাগাতার তাঁদের উপরে ক্যামেরা তাক করে থাকা সত্ত্বেও তাঁরা নাকি একে অপরের সঙ্গে কথা বলেননি ৷ রোহিত যখন আউট হয়ে প্যাভেলিয়নে ফিরছিলেন তখন স্ত্রী উঠে দাঁড়িয়ে অভিভাদন জানাচ্ছিলেন, অন্যদিকে বিরাট মাঠে নামার সময়ে অনুষ্কার চোখে মুখে খুশির ঝলক দেখা যাচ্ছিল ৷

  বিরাট খেলতে নামার পর থেকে একটু আলাদা আন্দাজে দেখাচ্ছিল অনুষ্কাকে ৷ ভারত ম্যাচ ৭ উইকেটে জিতলেও ৷ ভক্তরা এখনও কোনও ভাবেই বুঝতে পারছেন না ৷ অনুষ্কা ও ঋত্বিকা কেন একে অপরের সঙ্গে কথা বলেননি ৷

  First published:

  Tags: CWC2019, ICC Cricket World Cup 2019, India, Leeds, Sri Lanka, ইংল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ, লিডর্স

  পরবর্তী খবর