‘অসভ্য’ অনুষ্কা ! ট্যুইটারে নায়িকাকে একহাত নিলেন আরহান সিংয়ের মা

Last Updated:

ভাবছেন কে এই আরহান সিং? তাহলে একটু মনে করানো যাক ৷ দু’দিন আগে গাড়ির জানলা দিয়ে রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে, যে যুবককে ধমকে ছিলেন অনুষ্কা তিনিই হলেন আরহান সিং ৷

#মুম্বই: ভাবছেন কে এই আরহান সিং? তাহলে একটু মনে করানো যাক ৷ দু’দিন আগে গাড়ির জানলা দিয়ে রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে, যে যুবককে ধমকে ছিলেন অনুষ্কা তিনিই হলেন আরহান সিং ৷ আর সেই আরহান সিংয়ের মা-ই ছেলের অপমানের বদলা নিলেন ট্যুইটারে অনুষ্কা-বিরাটকে ধমক দিয়ে !
অনুষ্কাকে ট্যুইটে আগেই মোক্ষম জবাব দিয়েছিলেন আরহান ৷ এমনকী, অনুষ্কাকে কটাক্ষ করে লিখেছিলেন, রাস্তার আবর্জনা থেকেও অনুষ্কার মুখের ভাষা খারাপ ! তবে আরহানের মা এককাঠি ওপরে উঠে অনুষ্কাকে ‘অসভ্য’ বললেন মন্তব্য করলেন আরহানের মা গীতাঞ্জলি ৷
advertisement
advertisement
গীতাঞ্জলি লিখলেন, ‘আমার ছেলে যেটা করেছে সেটা সত্যিই ঠিক করেনি ৷ তবে তার থেকে বেশি বেঠিক কাজ করেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি ৷ কারণ, সবার সামনে আমার ছেলের ইমেজকে নষ্ট করার অধিকার ওদের নেই ৷ সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার ছেলেকে নিয়ে কথা হচ্ছে, তা একেবারেই তাঁদের তৈরি করা ৷ কারণ, অনুষ্কা ও বিরাট আসলে যেভাবেই হোক পাবলিসিটি চেয়েছেন ৷ আর কিছুই ভাবেননি ৷ যদি তাঁরা ভাবতেন, তাহলে পুরসভাকে খবর দিতেন, আইনি ব্যবস্থা নিতেন৷ কিন্তু তাঁরা এটা না করে আমার ছেলের ইমেজ খারাপ করেছে ৷ আমার মনে হয়, এই ধরণের কাজ নোংরা-আবর্জনা রাস্তায় ফেলার থেকেও বেশি খারাপ ! ’
advertisement
anusha
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘অসভ্য’ অনুষ্কা ! ট্যুইটারে নায়িকাকে একহাত নিলেন আরহান সিংয়ের মা
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement