Ansh: শিশু অপহরণ নিয়ে সচেতনতা গড়াই লক্ষ্য, সেই বিষয়টাই প্রতিফলিত হল মেঘা ঘোষের প্রথম ছবি ‘Ansh – A Piece Of Me’-তে

Last Updated:

Ansh | নিধির অতীত যন্ত্রণা মোকাবিলা করার লড়াইয়ের কাহিনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘Ansh – A Piece Of Me’ ছবির কাহিনি।

Ansh – A Piece Of Me
Ansh – A Piece Of Me
কলকাতা: একটি সন্তানকে দত্তক নেওয়ার আশায় একদিন একটি অনাথাশ্রমে যান বছর পঁয়ত্রিশের নিধি নামের এক মহিলা। সেই সময় অনাথ আশ্রমের ম্যানেজার একটি বাচ্চা মেয়ের সঙ্গে তাঁর আলাপ করিয়ে দেন। আর ঠিক সেই সময় নিধির মধ্যে দেখা যায় এক অদ্ভুত অভিব্যক্তি। অতীতের কিছু কথা জেনে ভেসে ওঠে তাঁর মনে। রীতিমতো যেন সেখান থেকে পালিয়ে বাঁচেন নিধি। এভাবেই ধীরে ধীরে তাঁর যন্ত্রণাময় অতীত সামনে এসে দাঁড়াতে থাকে। আসলে নিজের সন্তানকে এক সময় হারাতে হয়েছিল নিধিকে। যার যন্ত্রণা থেকে আজও বেরিয়ে আসতে পারেননি তিনি। তবে কীভাবে সেই দুঃখ-যন্ত্রণা এবং মানসিক অবসাদের সঙ্গে মোকাবিলা করে তিনি তা থেকে বেরিয়ে আসেন, সেটাই ধীরে ধীরে সামনে আসবে। নিধির এই অতীত যন্ত্রণা মোকাবিলা করার লড়াইয়ের কাহিনিকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে ‘Ansh – A Piece Of Me’ (‘অংশ – এ পিস অফ মি’) ছবির কাহিনি।
advertisement
পরিচালক মেঘা ঘোষের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবিটি। ‘Ansh’ ছবিতে নিধি চরিত্রে দেখা গিয়েছে অপরাজিতা ঘোষকে। এর পাশাপাশি গৌরব চরিত্রে অভিনয় করছেন ঈশান মজুমদার। চিকিৎসকের ভূমিকায় দেখা গিয়েছে সুব্রত দাসকে। অনাথাশ্রমের ম্যানেজার হিসেবে দেখা গিয়েছে রাত্রি চৌধুরীকে। আর অনাথ শিশুর ভূমিকায় অভিনয় করেছেন নভ্যা সিং। নিধির পুত্রের ভূমিকায় দেখা গিয়েছে বিহান চাকলাদারকে। আর উসমান চরিত্রে অভিনয় করেছেন বাবিন দাস।
advertisement
এই ছবিটি প্রযোজনা করেছেন সৌমাভ ঘোষ। ডিওপি-র দায়িত্ব সামলেছেন সৌম্য বারিক। এই ছবির চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রতীম চক্রবর্তী। আর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অন্তরীক্ষ রায়। ছবিটির সম্পাদনা করেছেন প্রতীম চক্রবর্তী। সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল রায়। এই ছবির গান শোনা গিয়েছে অন্বেষার কণ্ঠে।
advertisement
পরিচালক মেঘা ঘোষ জানিয়েছেন যে, “আজকালকার দিনে সমাজের এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে শিশু অপহরণ। আর এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাটাই আমার উদ্দেশ্য।” এটাই পরিচালক মেঘা ঘোষের প্রথম ছবি। অভিনেতা-অভিনেত্রী এবং কলাকুশলীদের প্রশংসা করে তিনি বলেন যে, “এটা আমার ডেবিউ ফিল্ম। আমি আমার অভিনেতা-অভিনেত্রী এবং আমার টিমের কাছ থেকে যে সহায়তা পেয়েছি, তা সত্যিই অকল্পনীয়। শুধু তা-ই নয়, আমি ভগবান কৃষ্ণ এবং আমার পরিবারের কাছেও সত্যিই কৃতজ্ঞ। কারণ তাঁদের জন্যই ‘Ansh’ ছবিটি তৈরি করতে পেরেছি।”
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ansh: শিশু অপহরণ নিয়ে সচেতনতা গড়াই লক্ষ্য, সেই বিষয়টাই প্রতিফলিত হল মেঘা ঘোষের প্রথম ছবি ‘Ansh – A Piece Of Me’-তে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement