ফের প্রেগন্যান্ট ‘চুনি’, এক গা গয়না পরে গর্ভবতী হয়ে ছবি পোস্ট অভিনেত্রী অন্বেষা হাজরার !

Last Updated:

একেবারে ভাইরাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পেজ থেকে সেই পেজ৷

#কলকাতা: গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় হইচই কাণ্ড ! একটা ছবিতেই নেটিজেনদের রীতিমতো ঘুম তাড়ালেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা ৷ আর শুধুই কী ঘুম তাড়ানো, ছবি ভাইরাল হয়ে, একেবারে ভাইরাস হয়ে ঘুরে বেড়াচ্ছে এই পেজ থেকে সেই পেজ৷ এখন গোটা শহরে একটা কথা, কী মেয়েরে বাবা, আবার প্রেগন্যান্ট !
এ খবর সংবাদমাধ্যমের নজরে আসতে সোজা যোগাযোগ অন্বেষাকে ৷ গোটা ঘটনা শুনে হেসেই উড়িয়ে দিলেন অন্বেষা ৷ তারপর চুপি চুপি বললেন, ‘সিক্রেট ফাঁস !’
View this post on Instagram

🙂

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

advertisement
advertisement
তা গল্পটা কি?
অন্বেষা সংবাদমাধ্যমকে জানালেন, ‘চুনি-পান্না ধারাবাহিক শেষ হচ্ছে ১১ অক্টোবর ৷ আর শেষে এসেই জানা যাবে চুনির ভবিষ্যত কী ৷’
অন্বেষা জানালেন, ‘পান্না আসবে চুনির পেটে মেয়ে হয়ে৷ আর এভাবেই সদা একসঙ্গে থাকার পরিকল্পনা চুনি-পান্নার ৷’ আর সেই কারণেই পেটে বালিশ গুঁজে পোয়াতি-র চরিত্রে অন্বেষা ৷
advertisement
View this post on Instagram

Amra 4jon❤️

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

advertisement
সব সময় হাসি-খুশি অন্বেষা স্পষ্ট জানাল, দারুণ মজা লাগছে শ্যুটিং করতে ৷
অন্বেষার এই প্রেগনেন্সি পোস্ট দেখে ফ্যানেরা একদিকে যেমন আপ্লুত ৷ ঠিক তেমনি বহু মানুষেরারই কষ্ট পেয়েছেন৷ কারণ, হাসির মোড়কে মোড়া চুনি-পান্না শেষ হয়ে যাচ্ছে তো !
View this post on Instagram

Thank you 🙂❤️

A post shared by Annwesha Hazra (@annwesha_hazra) on

advertisement
তবে অন্বেষা বলছেন, চুনি থাকবে সবসময় আপনাদের জন্য ৷ হ্যাঁ, ঠিকই তো, সোশ্যাল মিডিয়ার যুগে প্রিয় মানুষকে দেখা তো দারুণ সহজ !
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের প্রেগন্যান্ট ‘চুনি’, এক গা গয়না পরে গর্ভবতী হয়ে ছবি পোস্ট অভিনেত্রী অন্বেষা হাজরার !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement