সুশান্তের জন্য বিচার চাওয়া টা কি আমার অপরাধ ? সস্তার প্রচার আমি চাই না: অঙ্কিতা লোখান্ডে
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
রিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন ফারহান আখতারের বান্ধবী শিবানি দান্ডেকর । একহাত নিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডেকে । এবার জবাব দিলেন অঙ্কিতা।
#মুম্বই: রিয়ার সমর্থনে মুখ খুলেছিলেন ফারহান আখতারের বান্ধবী শিবানি দান্ডেকর । একহাত নিয়েছিলেন অঙ্কিতা লোখান্ডেকে । এবার জবাব দিলেন অঙ্কিতা। রিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর তাকে এখন ১৪ দিন জেলা হেফাজতে কাটাতে হবে । রিয়ার গ্রেফতার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ফের সরব হন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। তিনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি লম্বা পোস্ট লেখেন। সেখানে তিনি লেখেন, "আমি মিডিয়া বন্ধুদের বলে দিই, আমি কখনও বলিনি সুশান্তের মৃত্যু আত্মহত্যা নয়, খুন ! আমি তো শুধু সুশান্তের জন্য বিচার চেয়েছিলাম। ওর পরিবারের পাশে থেকেছি। আমি কি করে জানব এটা খুন কিনা ! আমার সিবিআই ও মহারাষ্ট্র সরকারের ওপর বিশ্বাস আছে।" এই পোস্টেই তিনি লেখেন, "আমি সামনে এসেছিলাম ২০১৬ পর্যন্ত সুশান্তের মানসিক স্থিতি কেমন ছিল তা বলার জন্য। সুশান্ত সবার সামনে বলেছিল ও ডিপ্রেশনে আছে।" নাম না করেই অঙ্কিতা বলেন, "অবসাদে আছে জেনেও ড্রাগ নিতে দিলে? এ কেমন ভালবাসা তোমার?" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।এরপর আসরে নামেন রিয়ার বন্ধু শিবানি । রিয়ার হয়ে শিবানি লিখেন, অঙ্কিতা ২ সেকেন্ডে ফেমাস হতে চাইছে ৷ শিবানি আরও লেখেন, ‘একজন ৩৪ বছরের পুরুষ নেশা করছে ৷ সেটার দোষ গেল এক ২৮ বছরের মেয়ের ওপর ৷ সত্যি এখনও সমাজে পুরুষের জন্য এক মহিলাকেই দোষী হতে হয় ৷’ এর পর নেটিজেনরা শিবানিকে দোষারোপ করতে শুরু করেন।
তবে এর পর আবার মুখ খোলেন অঙ্কিতা লোখান্ডে। শিবানির এই মন্তব্য মেনে নিতে পারেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লম্বা পোস্ট লিখলেন অঙ্কিতা।ম তিনি লিখেছেন, " দুই সেকেন্ডের ফেম'-এর কথা শুনে আমি ভাবতে বাধ্য হলাম। আমি এক ছোট্ট শহরের, খুব সাধারণ পরিবারের মেয়ে। ২০০৪ সালে জি সিনে স্টার খোঁজ-দিয়েই আমার ইন্ডাষ্ট্রিতে আসা। আতর পর ২০০৯-এ আমি কাজ পাই 'পবিত্র রিস্তা'-তে। ২০১৬ পর্যন্ত চলে এই সিরিয়াল। আজও মানুষ আমাকে এই সিরিয়ালের 'অর্চনা' হিসেবেই মনে রেখেছে। আমি গর্বিত আমি টেলিভিশন অভিনেত্রী। তবে মানুষের ভালবাসার জন্যই 'মণিকার্ণিকা' ও 'বাগি-৩'তেও কাজ করার সুযোগ পাই। আমার মানুষকে দেখানোর মতো কিছু নেই।
advertisement
advertisement
advertisement
তিনি আরও লেখেন, " আমি ১৭ বছর বয়স থেকে এই বলিউডে রয়েছে। কাজ করছি। আজ যখন আমি আমার বন্ধুর মৃত্যুর জন্য ন্যায় চাইলাম, তখন বলা হল আমি ২ সেকেন্ডে বিখ্যাত হতে চাইছি !'' তিনি আরও বলেন, 'আমি শুধু টেলিভিশনে কাজ করেছি বেশি, বলিউডি সিনেমায় নয়, তাই কি এই প্রশ্ন তোলা হচ্ছে? আপনি সেই মানুষটার জন্য বলবেন না যার সঙ্গে আপনার দশ বছরের বেশি সম্পর্ক। এটা আমার অপরাধ ! আর বলে রাখি শুধু বলিউডি ছবিতে কাজটাই সব নয়। টেলিভিশনে কাজ করতে হলে দক্ষ অভিনেত্রী হতে হয়। আমি গর্বিত যে আমি টেলিভিশন অভিনেত্রী" অঙ্কিতার এই পোস্ট শেয়ার হওয়ার সঙ্গেই সুশান্তের ভক্তরা ফের শিবানির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন সোশ্যাল মিডিয়া জুড়ে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2020 1:20 PM IST