Anjan Dutta: ‘কোনও প্রযোজক রাজি হতেন না..’, মৃণাল সেনকে নিয়ে নিজের টাকায় ছবি তৈরি করছেন অঞ্জন

Last Updated:

Anjan Dutta: লিখলেন তাঁর এই ছবি তৈরি করার অন্দরের গল্প৷

ছবি - ফেসবুক
ছবি - ফেসবুক
কলকাতা: অনেকটা পথ চলেছেন তিনি৷ কলকাতার সঙ্গে তাঁর যেমন অঙ্গাঙ্গী সম্পর্ক, তেমনই তাঁর সম্পর্ক কলকাতা সাহিত্য-সংস্কৃতি জগতের সঙ্গেও৷ গায়ক, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত এ বার একটি ছবি তৈরি করছেন পরিচালক মৃণাল সেনকে নিয়ে৷ আর সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট লিখলেন তিনি৷ লিখলেন তাঁর এই ছবি তৈরি করার অন্দরের গল্প৷
ছবিটির নাম ‘চালচিত্র এখন’৷ অঞ্জন প্রথমেই উল্লেখ করেছেন, এই ছবির প্রযোজনা করেছেন তিনি নিজে ও তাঁর পুত্র নীল দত্ত৷ তাঁর কারণ কী? সে কথাই পোস্টে স্পষ্ট করে দিয়েছেন অঞ্জন৷ তিনি লিখেছেন, ‘নিজের মনের মতো করে ছবি তৈরি করেছি এটি৷ কোনও প্রথাগত চলচ্চিত্র প্রযোজক এই কাজ এত স্বাধীনতার সঙ্গে করতে দিতেন না৷  কেউই মৃণাল সেনের চালচিত্র দেখেননি৷ তাঁরা আমাকে জোর করতেন আরও বেশি নাটকীয় হতে৷ আমি কখনই আমার গুরুকে শ্রদ্ধা জানানোর ছবিতে অতিরিক্ত নাটকীয় বা আবেগপ্রবণ হতে পারব না৷ আমাকে বাস্তবিক ও সৎ থাকতে হবে৷’
advertisement
advertisement
অঞ্জন এই পোস্টে জানিয়েছেন, এ বার ছবির চূড়ান্ত পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে৷ পাশাপাশি এই ছবিটিকে তিনি সবচেয়ে মনের মতো করে বানানো ও সৎ ছবি বলে উল্লেখ করেছেন৷ তার কারণ কী? অঞ্জন লিখেছেন, ‘আমি কোনও বানানো গল্প বলছি না৷ আমি বলছি আমার কলেজ জীবনের কথা৷ বলছি একজন মানুষ ও একটি শহরের কথা, যতটা মনের কাছাকাছি থেকে বলা চলে আর কী৷’
advertisement
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় দলেরই বিরুদ্ধে তোপ! পঞ্চায়েত ভোটের আগে দল ছাড়লেন এই তৃণমূল নেতা, বিরাট গণ্ডগোল
তবে তিনি পাশাপাশি এটাও বলেছেন, ‘আমার মনে হয়, এই প্রকার ছবি দেখে দর্শক খুব একটা আরাম পাবেন না৷ অনেকেরই আমার অতীত সম্পর্কে তেমন জানেন না৷ তবু আমার মনে হয়, পৃথিবীতে এমন মানুষেরা আছেন, যাঁদের ব্যক্তিগত সিনেমা দেখার অভ্যাস আছে৷ সেই সামান্য পরিমাণ মানুষই আমার জন্য অনেকখানি৷’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjan Dutta: ‘কোনও প্রযোজক রাজি হতেন না..’, মৃণাল সেনকে নিয়ে নিজের টাকায় ছবি তৈরি করছেন অঞ্জন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement