#কলকাতা: পরিচালক, অভিনেতা তথা সঙ্গীতশিল্পী অঞ্জন দত্ত (Anjan Dutt) মানেই অন্য ধারার ছবি। আর সেই কারণে প্রতি বছর তাঁর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এবারে অঞ্জন দত্তের ঝুলি থেকে বেতে চলেছে থ্রিলারধর্মী সিনেমা। যদিও এর আগেও থ্রিলার বেশ কয়েকটি ছবি বানিয়েছিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য ব্যোমকেশ বক্সী (Byomkesh Bakshi)। কিন্তু এবার কোনও চেনা গল্প নয়, বরং একেবারেই মৌলিক গল্প দিয়ে ছবি বানাতে চলেছেন অঞ্জন।
যদিও ছবির নাম এখনও নির্ধারিত হয়নি। তবে কাস্টিং, লোকেশন কিন্তু ইতিমধ্যেই ফাইনাল হয়ে গিযেছে। মুখ্যচরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), অনিন্দিতা বোস (Anindita Bose), রাজদীপ (Rajdeep), সৌরভ (Sourav), সন্দীপ্তা (Sandipta Sen), সুপ্রভাত (Suprabhat), রজত গাঙ্গুলি (Rajat Ganguly), শাশ্বতী গুহঠাকুরতার (Saswati Guhathakurata) মতো অভিনেতা, অভিনেত্রীরা। ছবির লোকেশন দার্জিলিং (Darjeeling)। জানা গিয়েছে, ছবিতে একজন তদন্তকারী সাংবাদিকের (Investigative Journalist) ভূমিকায় অভিনয় করবেন অর্জুন। ছবির প্লট ৯০-এর দশকের একজন বাঙালি অভিনেতার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে গড়ে উঠবে। চরিত্রগুলি বেশ জটিল এবং ডার্ক ধরনের হবে।
প্রসঙ্গত, এর আগে অঞ্জন দত্ত পরিচালিত সাহেবের কাটলেটে-এও (Saheber Cutlet) মুখ্যচরিত্রে অভিনয় করেছিলেন অর্জুন চক্রবর্তী। ছবিটি মুক্তি পেয়েছিল গতবছরের পুজোতে। যদিও করোনার কারণে সিনেমাটি সেভাবে ব্যবসা করতে পারেনি। তবে আশা করা যাচ্ছে আসন্ন এই থ্রিলারধর্মী প্রজেক্টটি সিনেপ্রেমীরা পছন্দ করবেন।
ছবি প্রসঙ্গে অঞ্জন দত্ত জানিয়েছেন, ‘আমি বরবারই থ্রিলারধর্মী গল্পের একনিষ্ঠ পাঠক ছিলাম। সবসময়ই হত্যারহস্য নিয়ে সিনেমা করতে চেয়েছিলাম। এর আগে অবশ্য আমি গোয়েন্দা গল্প নিয়ে ছবি বানিয়েছি ঠিকই, কিন্তু এবার একটু অন্যরকম থ্রিলার ছবি বানানোর ইচ্ছে রয়েছে। যেহেতু গোটা গল্পটি দার্জিলিংকে কেন্দ্র করে, সেহেতু আমরা এখানকার দর্শনীয় স্থানগুলির বদলে অচেনা জায়গাগুলিতে শুট করবো। দার্জিলিংয়ের অলি, গলি, বাজারে শুট করার পরিকল্পনা রয়েছে। আশা করব, ছবিটি দর্শকরা খুবই পছন্দ করবে’।
উল্লেখ্য, অঞ্জন দত্তের ছবির পাশাপাশি অর্জুনের হাতে রয়েছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) ছবি এক্স=প্রেম (X=Prem)। সিনেমাটি হতে চলেছে ভবিষ্যত দুনিয়ার প্রেমের গল্প। মুখ্যচরিত্রে অর্জুন ছাড়াও রয়েছেন অভিনেত্রী মধুরিমা বসাক (Madhurima Basak), শ্রুতি দাস (Sruti Das) এবং অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta)। এসভিএফ (SVF)-এর ব্যানারে এক্স=প্রেমের ঘোষণা সদ্য হলেও মুক্তি কবে পাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anindita Bose, Anjan dutt, Arjun Chakraborty