Anirban Bhattacharya: দ্বিতীয়বারের জন‍্য বন্ধ অনির্বাণ ভট্টাচার্যের ভিডিও শ্যুট! আবারও গরহাজির টেকনিশিয়ানরা

Last Updated:

Anirban Bhattacharya: সোমবার অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক অ্যালবামের একটি ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু সেই শ্যুটিং স্তব্ধ হয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্যের অভিযোগ, শ্যুটিং-এ যোগ দেননি টেকনিশিয়ানরা।

Anirban Bhattacharya
Anirban Bhattacharya
কলকাতাঃ সোমবার অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক অ্যালবামের একটি ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু সেই শ্যুটিং স্তব্ধ হয়ে যায়। অনির্বাণ ভট্টাচার্যের অভিযোগ, শ্যুটিং-এ যোগ দেননি টেকনিশিয়ানরা। কেন অসহযোগিতা তা তিনি জানেন না। কেউ সরাসরি কিছু বলেননি। কিন্তু ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্বে কোর্টে যাবার পর থেকে তাঁকে এই অসহযোগিতার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন অনির্বাণ।
আরও পড়ুনঃ ২০১৮ সালে মনোজিৎ-এর এক কীর্তির পরই বারণ করা হয়েছিল কলেজে ঢুকতে! কী এমন ঘটেছিল? কেন তবু কলেজ যাওয়া? বেরিয়ে এল সব!
আজ তাঁর গানের ব্যান্ড হুলিগানিজমের গানের ভিডিও শ্যুট হওয়ার কথা ছিল কিন্তু শুটিংয়ে গড়হাজির টেকনিশিয়ানরা। কারণ জানতে চাইলে নিরুত্তর সংশ্লিষ্ট সব গিল্ড। অনির্বাণের বক্তব্য তবে আমি অভিনয়টা চালিয়ে যাব সেটা তো কেউ বন্ধ করতে পারবে না।
advertisement
advertisement
এই নিয়ে দ্বিতীয়বার হল না অনির্বাণের গানের শ্যুটিং। গতকাল রাত থেকেই টেকনিশিয়ানরা জানাতে থাকেন, যে তাঁরা আসতে পারবেন না। এর ফলে, আজ ফের হতে পারল না অনির্বাণদের নতুন গানের শ্যুটিং। ফেডারেশন আর গিল্ডের সংঘাত নিয়ে সমস্যার প্রায় বছর পার হয়ে গিয়েছে। একাধিক বিষয় নিয়ে আদালতে মামলা করেছে ফেডারেশন। এই মামলা দায়ের যাঁরা করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, পরমব্রত চট্টোপাধ্যায়, সুদেষ্ণা রায় ও অন্যান্যরা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban Bhattacharya: দ্বিতীয়বারের জন‍্য বন্ধ অনির্বাণ ভট্টাচার্যের ভিডিও শ্যুট! আবারও গরহাজির টেকনিশিয়ানরা
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement