Anirban Bhattacharya As Byomkesh: ‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের

Last Updated:

Anirban Bhattacharya As Byomkesh: হইচই-এর ব্যোমকেশ সিরিজে মোট ৮টি সিজনের ২০টি এপিসোডে ১৩টি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রের জুতোয় পা গলিয়েছেন। কিন্তু আর তাঁকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে না।

‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
কলকাতা: ‘নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী।’ এই সত্যান্বেষী-সত্তায় ইতি। আর এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন না অনির্বাণ ভট্টাচার্য। ব্যোমকেশ-যাত্রায় দাড়ি টানলেন অভিনেতা। ভিডিও-বার্তায় জানালেন ভক্তদের। প্রকাশ করল হইচই। চোখে জল ভক্তদের। দেখা যাবে না বাংলা শার্ট, ধুতি, চশমা, ঘড়ি পরিহিত অনির্বাণকে।
হইচই-এর ব্যোমকেশ সিরিজে মোট ৮টি সিজনের ২০টি এপিসোডে ১৩টি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রের জুতোয় পা গলিয়েছেন। কিন্তু আর তাঁকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে না। সেই সিদ্ধান্তের কথাই জানালেন অভিনেতা।
advertisement
advertisement
প্রসঙ্গত হইচই-এর ব্যোমকেশ সিরিজের অংশ নয় নতুন দুর্গ রহস্য। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি হইচই-এর ‘বেস্ট অফ বাংলা’-র অন্তর্গত। যেটি আগামী ১৯ অক্টোবর থেকে হইচই-তে স্ট্রিম করবে।
অনির্বাণের কথায়, ‘‘আমি পর্দায় বহুবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছি, একটি সিজনে ক্রিয়েটিভ ডিরেক্টরও হয়েছি কিন্তু এবার ব্যোমকেশ বক্সীর এই আইকনিক চরিত্রে অভিনেতা হিসেবে যাত্রা শেষ করলাম। এই চরিত্রটি আমার মনের এক বিশেষ স্থানে সারাজীবন উজ্জ্বল হয়ে থাকবে। আমি সত্যিই ধন্য।’’
advertisement
ভিডিওতে প্রত্যেকটি সিজনের সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন অনির্বাণ। ভিডিও শেষ করার আগে চোখের চশমা, ঘড়ি খুলে ফেলে ব্যোমকেশের চেয়ারটিকে ছুঁয়ে বলে গেলেন, ‘‘অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু হইচই-এর ব্যোমকেশের জার্নি কিন্তু শেষ নয়। এই চেয়ারটা খালি থাকবে না। শীঘ্রই কোনও নতুন অভিনেতা এখানে এসে বসবেন। আর আমি চললাম নতুন কোনও চরিত্রের অন্বেষণে।’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban Bhattacharya As Byomkesh: ‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement