#মুম্বই: ইন্ডিয়ান এয়ার ফোর্সের রোষের মুখে এবার বলিউড অভিনেতা অনিল কাপুর৷ সম্প্রতি ট্যুইটারে একটি টিজার শেয়ার করার পরেই ঘটনাটি ঘটে৷ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নেটফ্লিক্স চলচ্চিত্র - "একে ভার্সেস একে" – এরই কয়েকটি দৃশ্য "প্রত্যাহার" করার দাবি করেছে এয়ার ফোর্স। ভারতীয় বিমানবাহিনী ট্যুইট করেছে, "এই ভিডিওটিতে আইএএফ ইউনিফর্মটি প্রতিস্থাপন করা হয়েছে ভুল ভাবে৷ এবং যা ভাষা ব্যবহৃত হয়েছে তাও অসঙ্গত৷
পোস্টটিতে আরও লেখা হয়েছে: "এটি ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের আচরণগত রীতি নয়। তাই দৃশ্যগুলি প্রত্যাহার করা দরকার।
The IAF uniform in this video is inaccurately donned & the language used is inappropriate. This does not conform to the behavioural norms of those in the Armed Forces of India. The related scenes need to be withdrawn.@NetflixIndia @anuragkashyap72#AkvsAk https://t.co/F6PoyFtbuB
— Indian Air Force (@IAF_MCC) December 9, 2020
এক মিনিটের দীর্ঘ এই ক্লিপটিতে দেখা গেছে ৬৩বছরের অনিল কাপুর এবং পরিচালক অনুরাগ কাশ্যপের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করছেন ও গালিগালাজ করছেন, যা ক্যামেরার সামনে খুবই বিরল। গত মাসে, সরকার অনলাইন নিউজ পোর্টাল এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার আদেশ জারি করে। সরকারের এই নিয়ম সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রামে সংবাদের উপরও প্রযোজ্য।
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020
সোশ্যাল মিডিয়ায় অনেকেই আইএএফের অসম্মানের জন্য বহু ব্যক্তি ছবির অভিনেতা ও নির্মাতাদের উদ্দ্যেশ্যে ট্যুইট করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ইউনিফর্মটি অর্জন করতে কয়েক বছরের ঘাম এবং রক্ত লাগে, এটিকে অসম্মান যেন না করা হয়৷ ছবিটি প্রত্যাহার করার জন্য আবেদন করেন তিনি৷ আগস্টে, আইএএফ, নেটফ্লিক্স মুভি "গুঞ্জন সাক্সেনা: দ কারগিল গার্ল" এর কিছু দৃশ্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি দেয়। এরপর ধর্মা প্রডাকশন সত্যতা সহ ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এর প্রতিনিধিত্ব করতে সম্মত হয়৷ ফিল্মটি আইএএফ অফিসারদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে সহায়তা করার চেষ্টা করে৷Simli Dasgupta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Airforce, Anil kapoor, Netflix