#মুম্বই: ইন্ডিয়ান এয়ার ফোর্সের রোষের মুখে এবার বলিউড অভিনেতা অনিল কাপুর৷ সম্প্রতি ট্যুইটারে একটি টিজার শেয়ার করার পরেই ঘটনাটি ঘটে৷ শীঘ্রই প্রকাশিত হতে চলেছে নেটফ্লিক্স চলচ্চিত্র - "একে ভার্সেস একে" – এরই কয়েকটি দৃশ্য "প্রত্যাহার" করার দাবি করেছে এয়ার ফোর্স। ভারতীয় বিমানবাহিনী ট্যুইট করেছে, "এই ভিডিওটিতে আইএএফ ইউনিফর্মটি প্রতিস্থাপন করা হয়েছে ভুল ভাবে৷ এবং যা ভাষা ব্যবহৃত হয়েছে তাও অসঙ্গত৷
পোস্টটিতে আরও লেখা হয়েছে: "এটি ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের আচরণগত রীতি নয়। তাই দৃশ্যগুলি প্রত্যাহার করা দরকার। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং নেটফ্লিক্স ইন্ডিয়াকে এই ট্যুইটে ট্যাগ করেন তাঁরা। নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, বিক্রমাদিত্য মোতয়ানে-র ‘একে ভার্সেস একে’, এবং অনিল কাপুর অভিনীত অনুরাগ কাশ্যপের ছবি ‘এস দেমসেলভেস’ মুক্তি পেতে চলেছে ২৪ ডিসেম্বর৷
The IAF uniform in this video is inaccurately donned & the language used is inappropriate. This does not conform to the behavioural norms of those in the Armed Forces of India. The related scenes need to be withdrawn.@NetflixIndia @anuragkashyap72#AkvsAk https://t.co/F6PoyFtbuB
— Indian Air Force (@IAF_MCC) December 9, 2020
এক মিনিটের দীর্ঘ এই ক্লিপটিতে দেখা গেছে ৬৩বছরের অনিল কাপুর এবং পরিচালক অনুরাগ কাশ্যপের প্রতি অশ্লীল ভাষা ব্যবহার করছেন ও গালিগালাজ করছেন, যা ক্যামেরার সামনে খুবই বিরল। গত মাসে, সরকার অনলাইন নিউজ পোর্টাল এবং নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং হটস্টারের মতো ওটিটি প্ল্যাটফর্মগুলিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনার আদেশ জারি করে। সরকারের এই নিয়ম সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ট্যুইটার এবং ইনস্টাগ্রামে সংবাদের উপরও প্রযোজ্য।
@IAF_MCC pic.twitter.com/rGjZcD9bCT
— Anil Kapoor (@AnilKapoor) December 9, 2020
সোশ্যাল মিডিয়ায় অনেকেই আইএএফের অসম্মানের জন্য বহু ব্যক্তি ছবির অভিনেতা ও নির্মাতাদের উদ্দ্যেশ্যে ট্যুইট করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ইউনিফর্মটি অর্জন করতে কয়েক বছরের ঘাম এবং রক্ত লাগে, এটিকে অসম্মান যেন না করা হয়৷ ছবিটি প্রত্যাহার করার জন্য আবেদন করেন তিনি৷ আগস্টে, আইএএফ, নেটফ্লিক্স মুভি "গুঞ্জন সাক্সেনা: দ কারগিল গার্ল" এর কিছু দৃশ্যের বিরুদ্ধে অভিযোগ করে ৷সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে চিঠি দেয়। এরপর ধর্মা প্রডাকশন সত্যতা সহ ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) এর প্রতিনিধিত্ব করতে সম্মত হয়৷ ফিল্মটি আইএএফ অফিসারদের পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জোগাতে সহায়তা করার চেষ্টা করে৷ Simli Dasgupta