Death News: গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু! চরম কষ্ট নিয়ে ৬৩ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি গায়িকা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Death News: অ্যাঞ্জি যে গাড়িতে করে অ্যালাবামা থেকে অ্যাটলান্টা যাচ্ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। তারপর একটি বড় রিগের সঙ্গে ধাক্কা খায়।
গ্র্যামি-মনোনীত আর অ্যান্ড বি গায়িকা অ্যাঞ্জি স্টোন। শনিবার ভোরে এক গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিক ভাবে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৩।
সঙ্গীত প্রযোজক ওয়াল্টার মিলসাপ তৃতীয় একটি ইমেলে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, ভোর ৪টার দিকে, অ্যাঞ্জি যে গাড়িতে করে অ্যালাবামা থেকে অ্যাটলান্টা যাচ্ছিলেন, সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়। তারপর একটি বড় রিগের সঙ্গে ধাক্কা খায়। ৪১ বছর বয়সি ডায়মন্ড তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ফেসবুকে লিখেছেন, ‘আমার মা চলে গিয়েছেন।’
advertisement
শনিবার সেন্ট্রাল ইন্টারকলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (সিআইএএ) পুরুষদের চ্যাম্পিয়নশিপ বাস্কেটবল খেলায় অ্যাঞ্জি স্টোন হাফটাইম শোয়ে মঞ্চে আসার জন্য প্রস্তুত ছিলেন। তাঁর সম্মানে, সিআইএএ চ্যাপেলিন পাস্টর জেরোম এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান।
advertisement
অ্যাঞ্জি স্টোন ১৯৯৯ সালে ব্ল্যাক ডায়মন্ডের মাধ্যমে এককভাবে আত্মপ্রকাশ করেন। মেয়ের নামে এই অ্যালবামের নামকরণ করেছিলেন তিনি। সঙ্গীতের বাইরে স্টোন দ্য হট চিক (২০০২) এবং কেভিন হার্টের কমেডি রাইড অ্যালং (২০১৪) এর মতো ছবিতে অভিনয় করে। তিনি এক বহুমুখী প্রতিভা প্রমাণ করেছিলেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2025 11:32 AM IST