Ananya Panday Aditya Roy Kapur Breakup: মাখো মাখো প্রেম থেকে বন্ধ মুখ দেখাদেখি! অনন্যা-আদিত্য ব্রেক-আপ নিয়ে কী বললেন ভাবনা?

Last Updated:

Ananya Panday Aditya Roy Kapur Breakup: এবার অনন্যার সঙ্গে নাম জড়িয়েছে ওয়াল্টার ব্লাঙ্কোর। কে তিনি?

ভাবনা পান্ডে, অনন্যা পান্ডে, আদিত্য় রায় কাপুর
ভাবনা পান্ডে, অনন্যা পান্ডে, আদিত্য় রায় কাপুর
মুম্বই: একে এত মিষ্টি দেখতে, তায় স্বভাবটাও তেমনই ভাল! তার সঙ্গে আছে গুণও! সব মিলিয়ে অনন্যা পাণ্ডে যে আলাদা করে পুরুষের নজর কেড়ে নেবেনই তাতে আর আশ্চর্য হওয়ার কী আছে!
ফলে, যখন কেরিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর নাম জড়াল, কেউ বড় একটা অবাক হননি। সেই সময়ে বলা হত, অন্যার জন্যই না কি কার্তিক আর সারা আলি খানের সম্পর্ক ভেঙেছে। যদি কিছু থেকেও থাকে, বলতেই হয়, কার্তিকের সঙ্গেও অনন্যার সম্পর্ক টেঁকেনি। কেন না, তার পরে নায়িকার নাম জুড়ল আদিত্য রায় কাপুরের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: আর বোধহয় জীবনে পুরী বেড়াতে যাবে না এই পরিবার, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!
সেই সম্পর্কও না কি বলা হচ্ছে ক্ষণস্থায়ী, এখন আর নেই! ছাড়াছাড়ি হয়ে গিয়েছে দুজনের। তবে, অন্যা একা নেই বলেই গুজব রটেছে। এবার তাঁর সঙ্গে নাম জড়িয়েছে ওয়াল্টার ব্লাঙ্কোর। রাধিকা মার্চেন্ট আর অনন্ত আম্বানির বিয়েতে একসঙ্গে এসেছিলেন দুজনে, সেখান থেকেই এই জল্পনা।
advertisement
advertisement
আরও পড়ুন: বিয়ের ২৫ দিন পর গৌরীকে নিয়ে হানিমুনে পশ্চিমবঙ্গের কোথায় এসেছিলেন শাহরুখ? জায়গার নাম শুনলে হা হয়ে যাবেন!
তার উপরে আবার সম্প্রতি এক ভিডিওয় অনন্যার গলায় যে লকেট দেখা গিয়েছে, তাতে লেখা ছিল- WB। ইংরেজিতে ওয়াল্টার ব্লাঙ্কোর নামের আদ্যক্ষর ওটাই হয়। ফলে, এই খবর নিয়েই এখন দেশ সরগরম।
আর তারই জেরে প্রশ্নের মুখে পড়লেন নায়িকার মা ভাবনা পাণ্ডে। সম্প্রতি অ্যামাজন প্রাইমে শুরু হয়েছে ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সিজন ৩। তার এক পর্বেও অনন্যার সম্পর্ক নিয়ে জবাবদিহি করতে হয়েছে ভাবনাকে। “অনন্যার একটা সাধারণ জীবনযাপনের অধিকার আছে। যে দিন বিয়ে করতে চাইবে, নিশ্চয়ই সুখী হবে”, বলছেন ভাবনা।
advertisement
তবে, প্রশ্নের পালা এখানেই শেষ হচ্ছে না। বম্বে ওয়াইফদের যেতে হয়েছিল দিল্লিতে, কল্যাণী চাওলা, শালিনী পাসি আর ঋদ্ধিমা সাহনির সঙ্গে দেখা করতে। SRCC, যেখানে একদা পড়েছেন ভাবনা, তারও এক অনুষ্ঠানে যেতে হয়েছিল।
সেখানেই একজন জানতে চান, এই যে মেয়ের সঙ্গে সমানে একের পর এক পুরুষের নাম জড়ায়, ব্যাপারটা কীভাবে সামলান ভাবনা, তাঁর উদ্বেগ হয় না?
advertisement
“যখন বয়স কম ছিল, তখন আমার সঙ্গেও অনেকের নাম জড়িয়েছে। শুধু সেটা নিয়ে হেডলাইন হয়নি- এই যা তফাত! তাই আমার মনে হয় ও যেমন আছে, সেই ভাবেই নিজের জীবন কাটাক, যেমন আমি কাটিয়েছি, যেমন আপনারা সবাই কাটাচ্ছেন। যে দিন ওর বিয়ে করার ইচ্ছা হবে, আমায় কথাটা বলবে, সেই দিন, কেবল সেই দিন খুব সম্ভবত আমি ইমোশনাল হয়ে পড়ব, নানা রকম চিন্তা মনে আসবে। তার আগে পর্যন্ত আমি কেবল চাই ও একটা দারুণ সময় কাটাক”, মেয়ের সম্পর্কের গুজব নিয়ে কথাগুলো বলেছেন ভাবনা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday Aditya Roy Kapur Breakup: মাখো মাখো প্রেম থেকে বন্ধ মুখ দেখাদেখি! অনন্যা-আদিত্য ব্রেক-আপ নিয়ে কী বললেন ভাবনা?
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement