Ananya Guga Resultt || উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি? শুনলে চমকে উঠবেন

Last Updated:

উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি? নম্বর শুনলে চমকে উঠবেন

দিদি অলকানন্দা গুহর সঙ্গে অনন্যা গুহ
দিদি অলকানন্দা গুহর সঙ্গে অনন্যা গুহ
কলকাতা: সারাদিনই চলে ধারাবাহিকের শ্যুটিং৷ কৃষ্ণকলির মুন্নি হোক বা মিঠাইয়ের পিঙ্কি ভাবি- সবেতেই তিনি বেশ দক্ষ৷ শ্যুটিংয়ের ফাঁকেই তিনি পড়াশোনা করেছেন৷ শুধু তাই নয়, বেশ তাক লাগানো নম্বরও পেয়েছেন অভিনেত্রী অনন্যা গুহ৷
advertisement
কৃষ্ণকলি সিরিয়ালে ‘শ্যামা’ অর্থাৎ তিয়াশা রায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সেখানে অবশ্য চরিত্রে সামান্য হলেও নেগেটিভ শেড ছিল। মিঠাইয়ে তিনি আবার মিষ্টি বউ৷ বাস্তব জীবনে অনন্যা বেশ ছটফটে৷ সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি৷ সব সামলে পড়াশোনায় যে ফাঁকি দেননি, তা তিনি  প্রমাণ করে দিলেন৷
advertisement
আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
৭৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অনন্যা৷ শিয়ালদহ লোরেটো স্কুলের ছাত্রী তিনি৷ তাঁর সাফল্যের খবরে উচ্ছ্বসিত তাঁর বিশেষ বন্ধু সুকান্ত কুন্ডু৷ সম্প্রতি প্রেমে শিলমোহর দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে কখনও রোমান্টিক, কখনও মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন তাঁরা। অনন্যার সাফল্যে যারপরনাই খুশি সুকান্ত৷
advertisement
advertisement
মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Guga Resultt || উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেলেন কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি? শুনলে চমকে উঠবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement