Anant Ambani-Radhika Merchant Wedding: তাঁর নায়িকা গর্ভবতী, আদরের আলিঙ্গন শাহরুখের, ভিডিও ভাইরাল

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding:ক্রীড়াজগৎ থেকে রুপোলি পর্দা, রাজনীতি থেকে শিল্প, সব ধরনের পেশার তারকারা উপস্থিত ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।

মুম্বই: শাহরুখের নায়িকা৷ তাঁর প্রথম ছবি শাহরুখের সঙ্গেই৷ সেই থেকে তিনি শাহরুখের ক্যাম্পের বলেই পরিচিত৷ শাহরুখের সঙ্গে তাঁর ছবির সংখ্যা নেহাত কম নয়৷ আপাতত নায়িকা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত৷ মা হতে চলেছেন তিনি৷ সেপ্টেম্বর মাসে তাঁর কোল আলো করে আসবে সন্তান৷ তিনি দীপিকা পাড়ুকোন৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তিনি উপস্থিত ছিলেন৷ পাশে বসে ছিলেন স্বামী রণবীর সিং৷ সেখানে শাহরুখ এসে তাঁকে আলিঙ্গন করলেন, জানালেন শুভেচ্ছা৷ হাত মেলালেন রণবীরের সঙ্গে৷ এই ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে উঠল৷
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছিল৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বেঁধেছেন৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে৷ শুক্রবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। ক্রীড়াজগৎ থেকে রুপোলি পর্দা, রাজনীতি থেকে শিল্প, সব ধরনের পেশার তারকারা উপস্থিত ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
advertisement
advertisement
আম্বানি বাড়ির এই বিয়ের অনুষ্ঠান যেন ছিল মিলন উৎসব৷ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে সকলের দেখা হয়ে গিয়েছে৷ সেখানেই শাহরুখ দীপিকার সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে৷ বলিউডে অমিতাভের পরই ফাদার ফিগার হিসেবে শাহরুখের নাম উঠে আসে৷ পরিবার এবং সন্তানদের নিয়ে চলেন শাহরুখ৷ ফলে বলিউড বাদশার একটি ঘরোয়া ইমেজও রয়েছে৷ তিনি যখন দীপিকাকে আলিঙ্গন করলেন, তখন কিং খানের সেই ইমেজটি সামনে এল৷ খুবই আন্তরিক ছিল এই সাক্ষাৎ৷
advertisement
সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকাও৷ লাল লেহঙ্গাতে তিনি ছিলেন মোহময়ী৷ পাশে সবসময় ছিলেন তাঁর স্বামী রণবীর৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: তাঁর নায়িকা গর্ভবতী, আদরের আলিঙ্গন শাহরুখের, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement