Anant Ambani-Radhika Merchant Wedding: তাঁর নায়িকা গর্ভবতী, আদরের আলিঙ্গন শাহরুখের, ভিডিও ভাইরাল
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding:ক্রীড়াজগৎ থেকে রুপোলি পর্দা, রাজনীতি থেকে শিল্প, সব ধরনের পেশার তারকারা উপস্থিত ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
মুম্বই: শাহরুখের নায়িকা৷ তাঁর প্রথম ছবি শাহরুখের সঙ্গেই৷ সেই থেকে তিনি শাহরুখের ক্যাম্পের বলেই পরিচিত৷ শাহরুখের সঙ্গে তাঁর ছবির সংখ্যা নেহাত কম নয়৷ আপাতত নায়িকা নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত৷ মা হতে চলেছেন তিনি৷ সেপ্টেম্বর মাসে তাঁর কোল আলো করে আসবে সন্তান৷ তিনি দীপিকা পাড়ুকোন৷ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে তিনি উপস্থিত ছিলেন৷ পাশে বসে ছিলেন স্বামী রণবীর সিং৷ সেখানে শাহরুখ এসে তাঁকে আলিঙ্গন করলেন, জানালেন শুভেচ্ছা৷ হাত মেলালেন রণবীরের সঙ্গে৷ এই ছবি ও ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে উঠল৷
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিবাহ বাসরে যেন তারকাদের মেলা বসেছিল৷ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট ১২ জুলাই জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বেঁধেছেন৷ দেশ-বিদেশের একাধিক তারকারা একসঙ্গে নাচে-গানে মাতিয়ে রেখেছেন রাজকীয় বিয়ের অনুষ্ঠান৷ জমজমাট বিয়ের অনুষ্ঠানের প্রতিটা মুহূর্ত দেখার জন্য মুখিয়ে ছিলেন সকলে৷ শুক্রবার অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে তারকার মেলা বসেছিল মুম্বইয়ের জিও কনভেনশন সেন্টারে। ক্রীড়াজগৎ থেকে রুপোলি পর্দা, রাজনীতি থেকে শিল্প, সব ধরনের পেশার তারকারা উপস্থিত ছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে।
advertisement
advertisement
আম্বানি বাড়ির এই বিয়ের অনুষ্ঠান যেন ছিল মিলন উৎসব৷ ফিল্ম ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে সকলের দেখা হয়ে গিয়েছে৷ সেখানেই শাহরুখ দীপিকার সাক্ষাতের ভিডিও ভাইরাল হয়েছে৷ বলিউডে অমিতাভের পরই ফাদার ফিগার হিসেবে শাহরুখের নাম উঠে আসে৷ পরিবার এবং সন্তানদের নিয়ে চলেন শাহরুখ৷ ফলে বলিউড বাদশার একটি ঘরোয়া ইমেজও রয়েছে৷ তিনি যখন দীপিকাকে আলিঙ্গন করলেন, তখন কিং খানের সেই ইমেজটি সামনে এল৷ খুবই আন্তরিক ছিল এই সাক্ষাৎ৷
advertisement
EVERYONE STFU I GOT MY SRKDP HUG 😭😭😭❤❤❤❤ pic.twitter.com/XbsZ0qTnKX
— srkdp (@srkdeepikaholic) July 13, 2024
সেই অনুষ্ঠানে হাজির ছিলেন দীপিকাও৷ লাল লেহঙ্গাতে তিনি ছিলেন মোহময়ী৷ পাশে সবসময় ছিলেন তাঁর স্বামী রণবীর৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2024 10:03 AM IST