Anant Ambani Radhika Merchant Pre Wedding: জামনগরে সাদা ম্যাচিং ড্রেসে দীপিকা-রণবীর, অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে চমক হবু মা-বাবার
- Published by:Raima Chakraborty
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Anant Ambani Radhika Merchant Pre Wedding: জামনগর এয়ারপোর্টে রাতের দিকে এসে পৌঁছেছেন দীপিকা আর রণবীর, পরস্পরের হাত ধরে এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন তাঁরা।
জামনগর: বিয়েটা হয়েছিল সেই ২০১৮ সালে। সঠিক ভাবে বললে ২০১৮সালের ১৪ নভেম্বর। তার পর এত দিনে এসে সদ্যই মা হওয়ার কথা ঘোষণা করেছেন দীপিকা পাড়ুকোন। সন্তানের আসার আনন্দে ডগমগ রণবীর সিংও। এরই মধ্যে যখন ঘর বাঁধতে চললেন আরেক হবু দম্পতি, সাড়ম্বরে সেই বিয়েতে হাজিরা দিলেন বলিউডের এই হবু মা-বাবা।
সবাই ইতিমধ্যেই জানেন যে গুজরাতের জামনগরে শুরু হয়ে গিয়েছে নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির প্রাক বৈবাহিক উৎসব। চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।
আরও পড়ুন: বলিউডের বিখ্যাত এই গায়ক মাধুরীকে বিয়ে করতে রাজি হননি, কারণ শুনলে ভিরমি খাবেন!
তবে সেই হেভিওয়েট বিয়ের আগেই গুজরাতের জামনগরে বসছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিং উৎসবের আসর। যা চলবে ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত। আর সেই কারণেই সেজে উঠেছে জামনগর। কারণ সেখানে উপস্থিত হবেন দেশ-বিদেশের নামিদামি ব্যবসায়ী। শুধু তা-ই নয়, প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে। ফলে বোঝাই যাচ্ছে যে, এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো বসতে চলেছে চাঁদের হাট!
advertisement
advertisement
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
উপস্থিত থাকবেন বলিউডের তারকারাও। সেই উৎসবেই যোগ দিতে জামনগর এয়ারপোর্টে রাতের দিকে এসে পৌঁছেছেন দীপিকা আর রণবীর, পরস্পরের হাত ধরে এয়ারপোর্ট থেকে বেরিয়েছেন তাঁরা। অনন্ত আর রাধিকাকে যেমন রঙ মিলিয়ে ফ্যাশন স্টেটমেন্টে দেখা যাচ্ছে, তেমনই দীপিকা আর রণবীরও ধরা দিয়েছেন একসঙ্গে সাদার আমেজে।দীপিকা আর রণবীর জামনগর এয়ারপোর্টে পা রাখতে না রাখতেই তাঁদের সঙ্গে সেলফি তোলার জন্য উৎসুক ভক্তরা।
advertisement
ভক্ত এবং পাপারাৎজ্জি- উভয় তরফেই বলিউডের এই দম্পতিকে জানানো হয়েছে সন্তান সম্ভাবনার শুভেচ্ছা। স্ত্রীকে জড়িয়ে ধরে, হাত ধরে ভিড়ের হাত থেকে বাঁচিয়ে গাড়ির দিকে নিয়ে গিয়েছেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। ভক্তদের দিকে হাসির ঝলক ছুড়ে দেওয়া আর হাত নাড়া থেকেই রণবীরের আনন্দের আভাস সুস্পষ্ট। মুম্বই বিমানবন্দরে রওনা দেওয়ার সময়ে ভক্তেরা ফুল আর মিষ্টি দিয়ে শুভেচ্ছাও জানিয়েছেন দম্পতিকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2024 12:25 PM IST