FIR against tollywood director Arindam Sil: আরও বিপাকে অরিন্দম শীল! পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে FIR দায়ের অভিনেত্রীর

Last Updated:

Arindam Sil tollywood: পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল।

বিপাকে অরিন্দম শীল।
বিপাকে অরিন্দম শীল।
কলকাতা: পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে এর আগে একাধিক অভিযোগ উঠেছিল। এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। এবার অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন এক অভিনেত্রী।
ডায়মন্ড হারবার রোডের বিষ্ণুপুর থানায় অরিন্দম শীলের বিরুদ্ধে এফআইআর হয়েছে অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে। এখনও পর্যন্ত অরিন্দম শীলের সঙ্গে থানার থেকে কোন রকম যোগাযোগ করা হয়নি। তবে তিনি উইমেন কমিশনের দুটো মেল পাঠিয়েছেন যাতে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে আরেকবার সুযোগ দেওয়া হোক।
advertisement
advertisement
এর আগেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যার ফলে অনির্দিষ্টকালের জন্য অরিন্দমকে সাসপেন্ড করে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। টলিউডের এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। তার উপর ভিত্তি করেই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার এই পদক্ষেপ নেওয়া হয়।
advertisement
পরিচালক অরিন্দম শীল বলেন, “ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার সঙ্গে কোনও কথা বলেনি। কেউ একবারও জানতেও চায়নি ঠিক কী ঘটনা ঘটেছে৷ একটা লিখিত কাগজের উপর ভিত্তি করেই ওরা এই পদক্ষেপ নিয়েছে৷ মহিলা কমিশনে যে আলোচনা হয়েছে সেখানে বারবার করে বলা হয়েছে, আমি নাকি একটা শট বোঝাচ্ছিলাম এবং সেই শট বোঝাতে গিয়ে আমি আমার অভিনেত্রীকে চুমু খেয়েছি এবং আমি সেই বিষয়ে বলি, আমি নিজে যেহেতু একজন অভিনেতা, তাই পুরো বিষয়টা নিজেই কোরিওগ্রাফি করে দেখিয়ে দিই৷ এক্ষেত্রেও তাই হয়েছে৷ অভিনেত্রীও পুরো দৃশ্যটা দেখানোর কথা বলে৷ সেই মতো রোম্যান্টিক দৃশ্যটা দেখিয়ে দিই৷” এবার শ্লীলতাহানির অভিযোগে এফআইআর হল পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
FIR against tollywood director Arindam Sil: আরও বিপাকে অরিন্দম শীল! পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগে FIR দায়ের অভিনেত্রীর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement