বক্স অফিস দাপাচ্ছে উরি, ভিকিকে আটারলি বাটারলি উপহার দিল আমুল
Last Updated:
#মুম্বই: উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির মুক্তির পরই প্রশংসায় ভেসে গিয়েছেন অভিনেতা ভিকি কৌশল সহ ছবির গোটা টিম৷ সমালোচক থেকে দর্শক, প্রশংসা এসেছে সব মহল থেকেই৷ এবার দারুণ উপহার দিল আমুল৷
ভিকির জন্য আমুল আনল আটারলি বাটারলি অনার৷ তাদের নতুন গ্রাফিক পোস্টারে মেজর ভিহার শেরগিলের পোশাকে দেখা যাচ্ছে ভিকি কৌশলকে৷ এক হাতে বন্দুক, অন্য হাতে মাখন৷ উপরে লেখা মাখন কা জোশ৷
আমুলের পোস্টার টুইট করে ভিকি লিখেছেন, 'আটারলি বাটারলি সম্মান! ধন্যবাদ আমুল৷'
advertisement
advertisement
১১ জানুয়ারি মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত উরি৷ এর মধ্যেই বক্সঅফিসে উরির ঝুলিতে জমা হয়েছে ১৫০ কোটি৷
২০১৬ সালে উরি সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ছবিতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন পরেশ রাওয়াল, মোহিত রায়না, কীর্তি কুলহারি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2019 11:23 AM IST