Amrita Rao : শিশুপুত্রের সব রান্না নিজেই করেন, বাড়িতেই অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান ‘বিবাহ’-এর নায়িকা

Last Updated:

অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao) এবং রেডিয়ো জকি আনমোলের ছেলে বীরের বয়স এখন ৯ মাস ৷ রবিবারই ৯ মাস বয়স পূর্ণ করল খুদে সদস্য ৷

মুম্বই : অভিনেত্রী অমৃতা রাও (Amrita Rao) এবং রেডিয়ো জকি আনমোলের ছেলে বীরের বয়স এখন ৯ মাস ৷ রবিবারই ৯ মাস বয়স পূর্ণ করল খুদে সদস্য ৷ ঘটনাচক্রে এ বছর সেদিন ছিল বন্ধুত্ব দিবস ৷ ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে একটি অন্তরঙ্গ পারিবারিক ছবি পোস্ট করেছেন অমৃতা ৷ লিখেছেন, ‘‘ বাতাসে বন্ধুতা ৷ আজ, ফ্রেন্ডশিপ ডে-তে আমাদের ছোট্ট বন্ধু ন’ মাস বয়স পূর্ণ করল ৷ প্রথম ৯ মাস তুমি আমার ভিতরে ছিলে ৷ আজ আমার কোলে তুমি ৯ মাস পূর্ণ করলে ৷ ’’ অমৃতার সংযোজন, ‘‘এই ১৮ মাসে প্রতিদিন আমাদের বন্ধুত্ব আনমোল ও আমাকে অনেক কিছু শিখিয়েছে ৷’’
মাতৃত্ব উপভোগ করার মাঝেই অমৃতার সংযোজন, সবথেকে তৃপ্তিদায়ক হল যখন তিনি ছেলের সব খাবার নিজে রান্না করেন এবং একরত্তির প্লেটে একটু খাবারও পড়ে থাকে না ৷ তবে বীরকে ঘুম পাড়ানো যে খুবই কঠিন, সে ইঙ্গিতও পাওয়া যায় অমৃতার পোস্টে ৷ বলেছেন, যখন তিনি বীরকে ঘুম পাড়ান, মনে হয় যেন অলিম্পকে স্বর্ণপদক জিতলেন ৷
advertisement
ছেলে ঘুমোলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি, সেকথা স্বীকার করেছেন অমৃতা ৷ তবে একইসঙ্গে জানিয়েছেন, শিশুসন্তানের ঘুম ভাঙলে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে যায় ৷
advertisement
বিনোদন দুনিয়া থেকে দূরে অমৃতা উপভোগ করছেন মাতৃত্ব ৷ তবে মুম্বইয়ের টিনসেল টাউনে তাঁর উত্থান দেখে কেউ আন্দাজ করেননি এত তাড়াতাড়ি হারিয়ে যাবেব তিনি ৷ প্রথম মডেলিং কলেজজীবনে ৷ অভিনয় শুরু ২০০২ সালে, ‘অব কে বরস’ ছবি দিয়ে ৷
advertisement
নিষ্পাপ সৌন্দর্য, নচের দক্ষতায় একের পর এক ছবিতে সুযোগ পেতে থাকেন অমৃতা ৷ ‘ইশক ভিশক’, ‘মস্তি’, ‘ম্যায় হুঁ না’, ‘দিওয়ার’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘বিবাহ’ ছবিতে অমৃতাকে মনে রেখেছেন দর্শক ৷ কিন্তু ২০০৮-এর পর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ নামতে থাকে নীচের দিকে ৷ তিন বছরের বিরতির পর অভিনয়ে ফিরে আসেন ২০১৩ সালে ৷ ‘জলি এল এল বি’, ‘সত্যাগ্রহ’-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় ৷
advertisement
কিন্তু নিজের কেরিয়ার দীর্ঘ করতে চাননি অমৃতা ৷ সাত বছরের প্রেমপর্বের পর আনমোলকে বিয়ে করেন ২০১৬ সালে ৷ বিয়ের পর কাজ করা অনেক কমিয়ে দেন ৷ তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই ৷ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু পর্দায় ‘সাহসী’ হতে চাননি ৷
advertisement
গত বছর ১ নভেম্বর মা হয়েছেন অমৃতা ৷ তার কিছু দিন আগে মন ছুঁয়ে যাওয়া এক পোস্টে জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা ৷
অমৃতাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে, ‘থ্যাকারে’ ছবিতে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Amrita Rao : শিশুপুত্রের সব রান্না নিজেই করেন, বাড়িতেই অলিম্পিকে স্বর্ণপদক জয়ের স্বাদ পান ‘বিবাহ’-এর নায়িকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement