Amitabh Bachchan, Prosenjit Chatterjee: ‘বুম্বা প্রতিবারের মতোই...’ প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ! কোন ছবির জন্য পেলেন বিগ বি-র শুভকামনা?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
এবার ‘প্রসেনজিতের প্রশংসা করলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ট্রেলার দেখেই প্রসেনজিতকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
মুক্তি পেল ‘দশম অবতার’ ছবির ট্রেলার। ‘বাইশে শ্রাবণ’-এর পর ফের একবার প্রবীর রায়চৌধুরির ভূমিকায় দেখা যাবে প্রসেনজিতকে। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন প্রসেনজিত্। তবে এবার ‘বুম্বা’র প্রশংসা করলেন স্বয়ং অমিতাভ বচ্চন। ট্রেলার দেখেই প্রসেনজিতকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
একঝাঁক তারকার সমাহারে পুজোয় মুক্তি পেতে চলেছে ‘দশম অবতার’। সৃজিত মুখোপাধ্যায়ের এই নতুন ছবি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশা তুঙ্গে। প্রসেনজিতের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য্য, জয়া আহসানের মতো তারকাদের। ছবির ট্রেলার ইতিমধ্যেই বহুল প্রশংসিত।
আরও পড়ুন: বোনের বিয়েতে কেন এলেন না দিদি প্রিয়াঙ্কা? মেয়ের অনুপস্থিতির আসল কারণ জানালেন মা মধু চোপড়া
advertisement
advertisement
তবে এবার প্রশংসা করলেন স্বয়ং বিগ বি। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় দশম অবতারের ট্রেলার শেয়ার করে নিলেন অমিতাভ। X(পূর্বনাম ট্যুইটার)-এর পাতায় তিনি লেখেন, ‘‘বুম্বা প্রতি বারের মতোই তোমার জন্য শুভকামনা।’’
T 4780 – BUMBA .. as always my wishes for you ..
Releasing .. this year Durga Puja .. directed by Srijit Mukherjeehttps://t.co/upLBgrmiNE#DawshomAwbotaar #ThisDurgapuja
— Amitabh Bachchan (@SrBachchan) September 25, 2023
advertisement
বিগ-বি তাঁর প্রশংসা করায় উচ্ছ্বসিত প্রসেনজিৎ৷ বিগ বিকে ধন্যবাদ জানিয়েছেন প্রসেনজিৎ৷ অমিতাভের শুভেচ্ছা তাঁর কাছে বড় প্রাপ্তি, জানালেন অভিনেতা৷
অমিতাভের সঙ্গে প্রসেনজিতের সুসম্পর্কের কথা সকলের জানা। কলকাতায় অমিতাভ এলেই তাঁর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন প্রসেনজিৎ৷ এবার সেই সম্পর্কের আঁচ আবারও টের পাওয়া গেল বিগ বি-র শুভেচ্ছাবার্তায়৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 25, 2023 7:47 PM IST