EXCLUSIVE: ‘পিঙ্ক’ নিয়ে অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার

Last Updated:
#নয়াদিল্লি: ‘পিঙ্ক’ ছবি নিয়ে উচ্ছ্বসিত গোটা বলিউড ৷ উচ্ছ্বসিত অমিতাভ বচ্চনও ৷ সম্প্রতি দিল্লিতে ছবির প্রোমোশনে এসেছিলেন তিনি ৷ প্রদেশ১৮-এর সংবাদদাতা পূজা বাত্রাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিগবি জানালেন, ছবি নিয়ে নানা কথা ৷
ছবি শেষে হলভর্তি লোকের হাততালি শুনে কেমন লাগল আপনার?
অমিতাভ: দারুণ খুশি হয়েছিলাম ৷ মনে হল আমার পরিশ্রম সঠিক মাত্রা পেল ৷ যে উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা ছবি তৈরি করি৷ তা ঠিকঠাক যদি দর্শকের কাছে গিয়ে পৌঁছয় তাহলে মনে হয় হ্যাঁ, কাজ করাটা স্বার্থক হয়েছে ৷ এই ছবিটি বিশেষ করে মহিলাদের পছন্দ হয়েছে জেনে খুশি হয়েছি ৷
advertisement
advertisement
ছবির নাম ‘পিঙ্ক’ কেন ?
অমিতাভ: ছবির নাম ‘পিঙ্ক’ হওয়ার কারণ, আমরা জানি যে গোলাপি রংটি মেয়েরা বেশি পছন্দ করে ৷ আর এই ছবিটি মূলত মেয়েদের জন্যই তৈরি হয়েছে ৷ তাই ছবির নাম ‘পিঙ্ক’ ৷
ছবির এমন কোনও দৃশ্য যা আপনাকে কাঁদিয়ে দিয়েছে ?
advertisement
অমিতাভ: গোটা ছবিটাই বেদনাদায়ক ৷ প্রায় প্রত্যেকটি দৃশ্যই চোখে জল এনে দেওয়ার মতো ৷ সত্যি কথা বলতে, ছবিতে আমি একবারের জন্যও গ্লিসারিন ব্যবহার করিনি ৷ তবে কোর্ট রুমে যখনই আমি তাপসী পান্নুকে জিজ্ঞাসাবাদ করতাম, ওই সময় আমার চোখে জল চলে আসত ৷ সত্যি মেয়েদেরকে কত কী সহ্য করতে হয় ৷
advertisement
ছবিতে আপনি আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন, আইন-ধারা এই সব মনে করতে অসুবিধা হয়েছে অভিনয়ের সময় ?
অমিতাভ: খুব একটা না ৷ কারণ শ্যুটিংয়ের সময় আমাদের সঙ্গে বাস্তবের আইনজীবীরা থাকত ৷ যারা আমাদের সাহায্য করেছে ৷
‘পিঙ্ক’ মুক্তি পাওয়ার কিছুদিন আগে আপনি নভ্যা ও আরাধ্যার জন্য একটা চিঠি লিখেছিলেন, ছবির প্রোমোশনের জন্য এই স্টাইল কীভাবে আপনার মাথায় এল?
advertisement
অমিতাভ: আসলে ব্যাপারটা হল, আমি চেয়েছিলাম এমন এক প্রোমোশন স্টাইল নিতে যাতে ছবির গল্পটা পুরোপুরিভাবে সামনেও আসবে না, আবার সিনেমার বার্তাটাও পরিষ্কার ভাবে সবার কাছে পৌঁছে যাবে ৷ আমাকে ছবির প্রযোজক সুজিত সরকারই এই আইডিয়াটা দিয়েছিল ৷
আপনার মনে হয়নি, এই ধরণের একটা চিঠি ছেলেদের জন্যও লেখা উচিত?
advertisement
অমিতাভ: আপনি একদম ঠিক বলেছেন ৷ আমাদের এরকমটা করা উচিত ৷ কারণ, সব সময়ই সব প্রশ্নই মেয়েদের জন্য ওঠে ৷ ছেলেদের জন্য নয় ৷ আমি সমস্ত মা-বাবাকে বলতে চাই একজন ছেলেকে যেভাবে বড় করবেন, একজন মেয়েকেও একইভাবে বড় করুন ৷ একই শিক্ষা দিন ৷ আমি আমার স্ত্রী (জয়া বচ্চন)কে বলেছি, আমি মেয়েদের জন্য চিঠি লিখছি ৷ তুমি ছেলেদের জন্য চিঠি লেখ ৷
advertisement
‘পিঙ্ক’ ছবিতে আমার সবচেয়ে যে দৃশ্যটি ভালো লেগেছে সেটা হল, পার্কে হাঁটতে হাঁটতে তাপসী পান্নুর মাথা থেকে হুডটা খুলে দেওয়া৷
অমিতাভ: হ্যাঁ, আমি তো এটাই বলতে চেয়েছি ৷ তুমি ভুল নও ৷ তাই সবার সামনে মাথা নিচু করার কোনও দরকার নেই ৷
তাপসী পান্নুকেও জিজ্ঞেস করা হল একটা প্রশ্ন ৷ ‘পিঙ্ক’-এর মতো ছবিতে অভিনয় করে কেমন লাগল আপনার? ধর্ষিতার কষ্টের সঙ্গে কী নিজেকে রিলেট করতে পারলেন?
তাপসী পান্নু: একজন ধর্ষিতার দুঃখকে কেউ অনুভব করতে পারে না ৷ ওই যন্ত্রণা কেউ ভাগ করে নিতে পারে না ৷ সিনেমার শ্যুটিংয়ের পর যখন বাড়িতে যেতাম, নিজেকে অদ্ভুত লাগত ৷ কখনও একা একাই বসে থাকতাম ৷ চুপচাপ ভেবেই যেতাম৷ ‘পিঙ্ক’ ছবি মহিলাদের এই যন্ত্রণা, সমাজের তাঁদের অবস্থান নিয়েই৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
EXCLUSIVE: ‘পিঙ্ক’ নিয়ে অমিতাভ বচ্চনের সাক্ষাৎকার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement