ICU-তে ধর্মেন্দ্রের ভিডিও ভাইরাল হতেই রেগে গেলেন অমিতাভ, বললেন ''No Ethics''
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন সেখানে তাঁর এবং তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা অমিতাভ বচ্চন।
নয়াদিল্লি: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে থাকাকালীন সেখানে তাঁর এবং তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে বিতর্ক। আর এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন স্বয়ং অভিনেতা অমিতাভ বচ্চন।
সোশ্যাল মিডিয়ার ওই ক্লিপে দেখা যায়, অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালের বেডে শুয়ে আছেন। তার পাশে দেখা যায় সানি দেওল এবং ববি দেওলের এই একান্ত মুহূর্ত সামনে আসতেই তা গোপনীয়তার উপর আঘাত বলে মনে করা হচ্ছে।
নিজের সোশ্যাল মিডিয়াতে অমিতাভ বচ্চন লেখেন, “কোনও মূল্যবোধ। কোনও আচার, কোনও নীতি নেই।”
advertisement
এই ব্লগে অমিতাভ লেখেন, “কোনও মূল্যবোধ নেই, কোনও দায়িত্ব নেই। এটা সত্যিই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক।”
advertisement
এই সপ্তাহের শুরুতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নভেম্বরের ১২ তারিখ নিজের বাড়ি ফেরেন তিনি।
তাঁর হাসপাতালে থাকাকালীনই ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে মারা গিয়েছেন ধর্মেন্দ্র। ১১ নভেম্বর মাসে তাঁর স্ত্রী হেমা মালিনী এবং তাঁর মেয়ে এশা দেওল জানান ধর্মেন্দ্র ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
সূত্রের খবর, এই ভিডিও করার ক্ষেত্রে হাসপাতালের কোনও কর্মীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কীভাবে আইসিইউ-এর মতন সুরক্ষিত জায়গায় কে এই ভিডিও তুলল? প্রশ্ন থাকছেই। সেই প্রশ্নই করেছেন বিগ বি স্বয়ং।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 14, 2025 2:01 PM IST

