Allu Arjun:পদপিষ্ট হওয়ার ঘটনায় নিহত মহিলার শিশুকে দেখতে হাসপাতালে গেলেন অল্লুর বাবা
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তাঁর ছেলের প্রিমিয়ারে গিয়েই গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। এবার সেই শিশুকে দেখতেই হাসপাতালে গেলেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ।
হায়দরাবাদ: তাঁর ছেলের প্রিমিয়ারে গিয়েই গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এক শিশু। এবার সেই শিশুকে দেখতেই হাসপাতালে গেলেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ। বুধবার, হায়দরাবাদের একটি হাসপাতালে হাজির হয়ে শিশুটির বিষয়ে খোঁজ খবর নেন অরবিন্দ। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর বাবার সঙ্গেও দেখা করেন অরবিন্দ। আহত শিশুর আঘাত গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর। তাঁর মাথায় গুরুতর চোট রয়েছে।
অল্লুর পিতার দেখা করার আগে শিশুটির সঙ্গে দেখা করতে আসেন তেলেঙ্গনার স্বাস্থ্যসচিব ক্রিসচিয়ানা জেড চোঙথু এবং হায়দরাবাদের পুলিশ কমিশনার সি ভি আনন্দ।
advertisement
এরপরেই আনন্দ জানান, “পদপিষ্ট হওয়ার ঘটনার সময় শিশুটির মাথায় অনেকক্ষণ অক্সিজেন পৌঁছায় নি ফলে মাথার বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে। আপাতত তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছে।”
advertisement
আরও পড়ুন: প্রেগন্যান্সিতেও তিনি বোল্ড! সি-থ্রু নেটের পোশাকে স্পষ্ট অন্তঃসত্ত্বা শরীর
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর ‘পুষ্পা-২’ ছবির প্রিমিয়ার চলছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে, সেখানে আচমকাই উপস্থিত হন অল্লু অর্জুন। তাঁকে দেখতে ভিড় আছড়ে পড়ে। ভেঙে যায় থিয়েটারের প্রধান ফটক। পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আর এই ঘটনায় মৃত্যু হয় ৩৯ বছরের এম রেবতী নামে এক মহিলার। আহত হয় তাঁর বছর নয়-এর শিশুও। এরপর মৃতার স্বামীর করা এফআইআরের ভিত্তিতে অল্লু অর্জুনকে গ্রেফতার করে পুলিশ। জামিন পেলেও এক রাত জেলেই থাকতে হয় দক্ষিণী সুপারস্টারকে। এবার ওই শিশুকে দেখতেই বুধবার হাসপাতালে হাজির হন অল্লুর বাবা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 18, 2024 8:16 PM IST