Allu Arjun Pushpa 2: আর মাত্র ৫ দিন! সিঁদুরে ঢাকা ঘুঙুর পরা পা, ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! ‘পুষ্পা’ হয়ে ফের দেখা দেবেন অল্লু

Last Updated:

Allu Arjun Pushpa 2: টিজার মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। একজন তো লিখেই ফেলেছেন যে, “আর তর সইছে না।” আবার অন্য একজন বলেন, “এটাও ব্লকবাস্টার হতে চলেছে।”

আর ৫দিন! সিঁদুরে ঢাকা ঘুঙুর পরা পা, চড়ছে উত্তেজনার পারদ! ফের দেখা দেবে ‘পুষ্পা’
আর ৫দিন! সিঁদুরে ঢাকা ঘুঙুর পরা পা, চড়ছে উত্তেজনার পারদ! ফের দেখা দেবে ‘পুষ্পা’
মুম্বই: অল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করে রয়েছেন ভক্তরা। আর ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতারা। কারণ তাঁদের দাবি, নিজের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েলের জন্য এবার ‘ডাবল ফায়ার’ নিয়ে ফিরতে চলেছেন দাপুটে তেলুগু তারকা।
মঙ্গলবারই ‘পুষ্পা ২’-এর নির্মাতারা একটি নতুন পোস্টার সামনে এনেছেন। যেখানে দেখা যাচ্ছে, অল্লু অর্জুনের ঘুঙুর বাঁধা পা। চারিদিকে উড়ছে সিঁদুর। স্বাভাবিক ভাবেই এই পোস্টার দেখে দর্শকদের উচ্ছ্বাস বাঁধভাঙা! সেই সঙ্গে নির্মাতাদের তরফে এ-ও জানানো হয়েছে যে, অভিনেতার জন্মদিন আগামী ৮ এপ্রিল। আর ওই দিনেই ছবির টিজার মুক্তি পেতে চলেছে।
advertisement
advertisement
আর টিজার মুক্তির দিনক্ষণ প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত ভক্তরা। একজন তো লিখেই ফেলেছেন যে, “আর তর সইছে না।” আবার অন্য একজন বলেন, “এটাও ব্লকবাস্টার হতে চলেছে।”
গত বছর অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর ফার্স্ট লুক পোস্টার সামনে এসেছিল। সেখানেও ছিল চমক! কারণ এক অদ্ভুত সাজে দেখা গিয়েছিল পুষ্পা তারকাকে। ওই পোস্টারে দেখা গিয়েছে, অল্লুর পরনে রয়েছে শাড়ি। আর তাঁর মুখে লাল এবং নীল রঙের প্রলেপ। চড়া মেক-আপ এবং ভারি সোনা আর ফুলের গয়নায় যেন আলাদাই রূপ সামনে এসেছিল অভিনেতার! এমনকী চুড়ি, ঝুমকো দুল এবং নাকছাবির সম্পূর্ণ ভিন্ন সাজে অভিনেতাকে দেখে চমকে গিয়েছিলেন তাঁর ভক্তরাও।
advertisement
২০২১ সালে মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। এই ছবির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন সুকুমার। মুক্তির পর ব্লকবাস্টার ছিল ছবিটি। আর বক্স অফিসেও দেখা যায় পুষ্পা-রাজ। আপাতত ‘পুষ্পা ২’-এর শ্যুটিং চলছে বিশাখাপত্তনামে।
অল্লু অর্জুনের পাশাপাশি পুষ্পায় শ্রীভল্লি হিসেবে থাকতে চলেছেন রশ্মিকা মন্দানা। তিনিও ইঙ্গিত দিয়ে জানিয়েছেন যে, এবার ‘পুষ্পা ২’ আরও বড় হতে চলেছে। এদিকে জল্পনা, ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিতে ক্যামিও উপস্থিতি থাকবে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুরও। এখানেই শেষ নয়, ওই ছবিতে থাকতে চলেছে আরও একটি চমক। কারণ সঞ্জয় দত্তেরও বিশেষ অ্যাপিয়ারেন্স দেখা যাবে। চলতি বছর ১৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun Pushpa 2: আর মাত্র ৫ দিন! সিঁদুরে ঢাকা ঘুঙুর পরা পা, ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ! ‘পুষ্পা’ হয়ে ফের দেখা দেবেন অল্লু
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement