দুপুরেই আসছে সুসংবাদ! আলিয়া-রণবীরের সন্তানের অপেক্ষায় গোটা দেশ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছে আলিয়াকে।
#মুম্বই: রবিবার সকাল থেকে সংবাদ শিরোনামে আলিয়া ভাট ও রণবীর কাপুর। সকাল সকাল সন্তানসম্ভবা আলিয়ার হাসপাতালে ভরতি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছেন তাঁদের ভক্ত ও পরিবার। রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছে আলিয়াকে। সূত্রের খবর, হাসপাতালে আজই সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া।
ডেলিভারির সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। সূত্রের খবর, রবিবার দুপুর ১টা নাগাদ হতে পারে আলিয়ার সন্তানের জন্ম। সোনি রাজদান, নীতু কাপুর, শাহিন ভাট ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। সকালে আলিয়াকে নিয়ে হাসপাতালে গিয়েছেন স্বামী রণবীর কাপুর। গোটা দেশের বলিউডপ্রেমী ও দুই তারকার অনুরাগীরা এখন আলিয়া-রণবীরের সন্তানের অপেক্ষায়।
advertisement
advertisement
আরও পড়ুন: 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়', আলিয়া-রণবীরের সন্তান প্রসঙ্গে বিরাট দাবি মহেশ ভাটের
গিরগাঁওয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে সন্তানের জন্ম হবে তারকা দম্পতির৷ এপ্রিল মাসে বিয়ে হয় রণবীর-আলিয়ার৷ জুন মাসে তাঁরা গুড নিউজ সকলের সঙ্গে ভাগ করে নেন৷ এই মুহূর্তে চূড়ান্ত উদ্বেগে কাটছে সময়৷ নীতু কাপুর এবং অন্যান্যরা প্রার্থণা করে চলেছেন৷ মহেশ ভাট বলেছেন, 'আরেকটা সূর্য ওঠার অপেক্ষায়, জীবনে নতুন ভোর দেখব আমরা।' কাপুর খানদানে নতুন সদস্য আসতে চলেছে৷ তার জন্য প্রস্তুতি চলছিলই৷
advertisement
আরও পড়ুন: বয়স বাড়ছে, নজর কাড়ছে মোহময়ী রূপ! করিশমায় মুগ্ধ নেটিজেন
রবিবার সকাল সাড়ে ৭ নাগাদ স্ত্রী আলিয়াকে নিয়ে রণবীর কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতাল৷ আজই ডেলিভারির সম্ভাবনা রয়েছে৷ আলিয়া ও রণবীরের প্রথম সন্তানের অপেক্ষায় গোটা বলিউডও। দুই তারকার ভক্তরাও এই খবরে দারুণ খুশি। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের বন্যা বইছে। এখন শুধু সন্তানের জন্মের অপেক্ষা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 12:06 PM IST